নাইরোবি, ২৮ মার্চ (এপি/ ইউএনবি)- সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি রেস্টুরেন্টের বাইরে গাড়ি বোমা বিস্ফোরণে ১০ জন নিহত ও সাতজন আহত হয়েছেন।
ক্যাপ্টেন মোহামেদ হুসেইন এপিকে জানান, হাতহতদের অধিকাংশই জনাকীর্ণ ওই রেস্টুরেন্টে খাবার খেতে এসেছিল।
জঙ্গি গোষ্ঠি আল-শাবাব আত্মঘাতী বোমা হামলার ক্ষেত্রে প্রায়ই মোগাদিসুর হাই প্রোফাইল এলাকাগুলোকে টার্গেট করে।
সোমালি পুলিশের একজন কর্মকর্তা বলছেন, সোমালিয়ার রাজধানী মুগাদিসুর একটি রেস্টুরেন্টের বাইরে একটি বিস্ফোরক বহনকারী গাড়ি বিস্ফোরিত হয়।
ক্যাপ্টেন মোহামেদ হুসেইন জানান, রেস্টুরেন্টটি ওয়াবেরি জেলায় অবস্থিত।