দেহরক্ষী হিসেবে কাজ করার সময়ের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে মেজর জেনারেল আব্দুল আজিজ আল-ফাগামকে অনেকেই শ্রদ্ধা জানিয়েছেন। তেলসমৃদ্ধ দেশের ৮৩ বছর বয়সী বাদশাহ সালমানের সামনে নিচু হয়ে জুতার ফিতে বেঁধে দেয়ার ছবিও এর মধ্যে রয়েছে।
অন্যদের দেয়া বিভিন্ন ছবিতে তাকে সালমান এবং তার পূর্বসূরী প্রয়াত বাদশাহ আবদুল্লাহর প্রহরার কাজে ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে।
হত্যার বিষয়টি এখনো অস্পষ্ট রয়েছে। জেদ্দায় ব্যক্তিগত বিরোধের জেরে দুটি পবিত্র মসজিদের রক্ষকের দেহরক্ষী মেজর জেনারেল আব্দুল আজিজ আল-ফাগামকে গুলি করে হত্যা করা হয়েছে বলে টুইট বার্তায় জানানো হয়।
রাষ্ট্রীয় টেলিভিশনটিতে এর বিস্তারিত আর কিছু বলা হয়নি।
এর ঘণ্টাখানেক পরে, রাষ্ট্র পরিচালিত সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, বিরোধের জেরে আল-ফাগামের এক বন্ধু তাকে গুলি করে হত্যা করেছে। এসময় একজন সৌদি এবং একজন ফিলিপিনো কর্মী আহত হয়েছেন। নিরাপত্তাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধে আক্রমণকারীও নিহত হন এবং ৫ নিরাপত্তাকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি।
দি অ্যাসোসিয়েটেড প্রেস থেকে দেশটির কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সৌদি আরবে কঠোর ইসলামী আইনে খুন ও মাদক চোরাচালানের দায়ে নিয়মিত মৃত্যুদণ্ড দেয়া হলেও বন্দুকযুদ্ধ একটি বিরল ঘটনা। মার্কিন যুক্তরাষ্ট্রের হিসাব অনুযায়ী ২০১৭ সালে মাদক ও অপরাধ সম্পর্কিত ঘটনায় ৪১৯ জনকে হত্যা করা হয়েছে। দেশটিতে তিন কোটির বেশি মানুষ বাস করেন।