শুক্রবার ইসলামাবাদে এক সমাবেশে ইমরান খান বলেন, যদি হামলা হয়, তাহলে ভারতের নরেন্দ্র মোদি সরকারকে সমুচিত জবাব দেবে পাকিস্তান।
‘প্রত্যেকটি ইটের জবাব পাথর দিয়ে দেয়া হবে’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘যেকোনো হামলার জবাব দেয়ার জন্য আমাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে।’
পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ পাকিস্তান-ভারতের যেকোনো যুদ্ধ কেবল দক্ষিণ এশিয়া অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না উল্লেখ করে ইমরান বলেন, ‘পুরো বিশ্বে এর প্রভাব পড়বে।’ আগামী মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনেও বিষয়টি তিনি তুলবেন বলে জানান।
তিনি আরও জানান, গত ৫ আগস্ট ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে দেয়ার পর থেকে প্রায় চার সপ্তাহ ধরে সেখানকার জনগণ জরুরি অবস্থার মধ্যে জীবনযাপন করছে।
কাশ্মীরের জনগণের প্রতি তার সরকারের পূর্ণ সমর্থনের নিশ্চিয়তার কথা জানিয়ে ইমরান খান আশা প্রকাশ করে বলেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর শিগগির স্বাধীনতা পাবে।
মোদিকে ‘ফ্যাসিস্ট’ ও ‘এডলফ হিটলার’ হিসেবে আখ্যায়িত করে তিনি আরও বলেন, তিনি কাশ্মীরে মুসলিমদের ওপর গণহত্যার আশঙ্কা করছেন। কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে দিয়ে মোদি শেষ কার্ডটি খেলে ফেলেছেন বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে বৃহস্পতিবার ভারত বলেছে, তাদের কাছে তথ্য আছে যে পাকিস্তান কাশ্মীরে ‘সন্ত্রাসীদের’ অনুপ্রবেশের চেষ্টা করছে। এ অভিযোগ অস্বীকার করে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল গফুর বলেন, পাকিস্তান একটি দায়িত্বশীল রাষ্ট্র হয়ে কাউকে নিয়ন্ত্রণ রেখা পার হতে দেবে না।