এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই রাজ্যেরই বেশ কয়েক জায়গায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্র ও শনিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলি ও কলকাতাতে ভারি বৃষ্টি হতে পারে। খবর এনডিটিভির।
ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবারের মধ্যে ‘বুলবুল’ মারাত্মক ঘূর্ণিঝড়ের আকার ধারণ করে আছড়ে পড়তে পারে। শক্তি সঞ্চয় করতে থাকা বুলবুল মোকাবিলায় পশ্চিমবঙ্গ এবং ওডিশা, দুই রাজ্যের সরকারই সবরকমের প্রস্তুতি জোরদার করছে। পাশাপাশি কেন্দ্রের পক্ষ থেকেও রাজ্যে দুটিকে সবরকমের সহায়তার আশ্বাস দেয়া হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে শুক্রবার থেকে টানা তিন দিন প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং ওডিশার উত্তর ভাগে।
৮ নভেম্বর থেকে আগামী ৩ দিন জেলেদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওডিশা, পশ্চিমবঙ্গ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করবেন বলে জানা গেছে।
আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, শনিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। রবিবার পর্যন্ত পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে।
ভুবনেশ্বরের বিশেষ ত্রাণ কমিশনার (এসআরসি) পি কে জেনা বলেছেন, পূর্বাভাস অনুযায়ী ওডিশার উপকূলবর্তী অঞ্চলগুলোতে শুক্রবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতসহ ৭০-৯০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করে শুক্র ও শনিবার পুরী, জগৎসিংহপুর এবং কেন্দ্রপাড়া জেলায় সকল স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে।