৭ মার্চ থেকে ৩১ মার্চ ২০২০ পর্যন্ত ক্রয়কৃত টিকিটের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে।
এক বিজ্ঞপ্তিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক বিমান সংস্থাটি জানায়, যাত্রীরা আগামী ১১ মাসের মধ্যে যে কোন দিনের জন্য একই বুকিং শ্রেণিতে ভ্রমণের জন্য কোন মাশুল ছাড়াই তারিখ পরিবর্তন করতে পারবেন। এমিরেটস নেটওয়ার্কভুক্ত যে কোন গন্তব্যে ভ্রমণের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে। নির্ধারিত তারিখে একই বুকিং শ্রেণিতে সিট না পাওয়া গেলে যাত্রীরা অন্য বুকিং শ্রেণিতে ভ্রমণ করতে পারবেন। তবে এই ক্ষেত্রে ভাড়ার তারতম্য হলে, অতিরিক্ত ভাড়া যাত্রীকে পরিশোধ করতে হবে।
করোনাভাইরাস থেকে সৃষ্ট ‘কোভিড-১৯’ রোগ মোকাবিলায় উচ্চমাত্রায় আক্রান্ত দেশ থেকে দুবাই আগত প্রতিটি উড়োজাহাজের জন্য অতিরিক্ত জীবাণুমুক্তকরণ ব্যবস্থা নিচ্ছে এমিরেটস। আক্রান্ত বা সন্দেহজনক কোন ঘটনার সংকেত পাওয়া মাত্র এমিরেটসের বিশেষ টিম উড়োজাহাজের সকল কেবিনে অনুমোদিত ও অধিক শক্তিশালী জীবাণুনাশক ঔষধের সাহায্যে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে। এমিরেটস তাদের সকল উড়োজাহাজে হেপা ফিলটার ব্যবহার করছে, যা উড়োজাহাজের কেবিন থেকে ৯৯ শতাংশের অধিক ভাইরাস মুক্তকরণে কার্যকর বলে প্রমাণিত।