পোশাক শিল্পের কাস্টমস ও বন্ড সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করতে এনবিআরের প্রতি আহ্বান জানিয়েছে বিজিএমইএ।
সোমবার (১৯ আগস্ট) ঢাকায় জাতীয় রাজস্ব বোর্ড কার্যালয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
বিজিএমইএ প্রতিনিধিদলে ছিলেন- সহসভাপতি আরশাদ জামাল (দীপু), সহসভাপতি আব্দুল্লাহ হিল রাকিব, পরিচালক আসিফ আশরাফ, পরিচালক মো. ইমরানুর রহমান, পরিচালক মোহাম্মদ সোহেল সাদাত, পরিচালক আশিকুর রহমান (তুহিন), পরিচালক রাজীব চৌধুরী, পরিচালক মো. মহিউদ্দিন রুবেল, পরিচালক মো. নুরুল ইসলাম।
এছাড়াও বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেমও ছিলেন।
পোশাক শিল্পের উদ্বেগ তুলে ধরতে ও সমস্যাগুলো নিরসনে অনুষ্ঠিত এ বৈঠকে কাস্টমস বন্ড সংক্রান্ত যেসব বিষয় নিয়ে পোশাক শিল্পের উদ্যোক্তারা হয়রানির সম্মুখীন হচ্ছে সেসবে করণীয় নিয়ে আলোচনা করা হয়।
আলোচনাকালে বিজিএমইএ প্রতিনিধিরা পোশাক শিল্পের সার্বিক কার্যক্রম নিরবিচ্ছিন্নভাবে ও মসৃণভাবে পরিচালনা করার জন্য কাস্টমস সংক্রান্ত পরিষেবাগুলো আরও দ্রুততর ও সহজতর করা, আমদানি করা কাঁচামাল, যন্ত্রপাতি ও সরঞ্জাম দ্রুত খালাসসহ ব্যবসায়িক প্রক্রিয়াগুলো সহজ করতে জাতীয় রাজস্ব বোর্ডের প্রতি আহ্বান জানান।
প্রতিনিধিরা বলেন, পোশাক শিল্পের রপ্তানি-আমদানি কার্যক্রমে কাস্টমস সংক্রান্ত প্রক্রিয়াগুলোর যথেষ্ট প্রভাব রয়েছে এবং এ সংক্রান্ত চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে যেয়ে শিল্পে উৎপাদন খরচ বেড়ে যায় এবং ব্যবসায়িক প্রক্রিয়াগুলোতেও অপ্রয়োজনীয় বিলম্ব হয়।
তারা আরও বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার এ সময়ে বিশ্বব্যাপী পোশাক পণ্যের চাহিদা ও ব্যয় কমা সত্ত্বেও পণ্যের দরপতন হচ্ছে ও বিপরীতে শিল্পের উৎপাদন ব্যয় বাড়ছে। এ প্রেক্ষাপটে শিল্পের প্রতিযোগিতাপূর্ণ সক্ষমতা ধরে রাখতে কাস্টমস প্রক্রিয়াগুলোকে সহজ, দ্রুততর ও হয়রানিমুক্ত করা প্রয়োজন। এ ব্যাপারে এনবিআরের চেয়ারম্যানকে অনতিবিলম্বে পদক্ষেপ নিতে অনুরোধ জানান প্রতিনিধিরা।
পোশাক শিল্পে কাস্টমস ও বন্ড সংক্রান্ত বিরাজমান সমস্যাগুলো সমাধানে- বিশেষ করে কাস্টমস সংক্রান্ত পরিষেবাগুলো আরও দ্রুততর ও সহজতর করতে কাস্টমস হাউজ ও বন্ড কমিশনারেটদের নিয়ে একটি টাস্কফোর্স গঠনেরও প্রস্তাবনা দেন বিজিএমইএ প্রতিনিধিরা।
বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে পোশাক শিল্পের উল্লেখযোগ্য অবদানের কথা উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বিজিএমইএ প্রতিনিধিদের আশ্বস্ত করে বলেন, পোশাক শিল্পের টেকসই প্রবৃদ্ধির জন্য জাতীয় রাজস্ব বোর্ড থেকে পোশাক শিল্পকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
তিনি আরও বলেন, একটি অনুকূল ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার জন্য কাস্টমস সংক্রান্ত পরিষেবাগুলো আরও দ্রুততর ও সহজতর করতে এরইমধ্যে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘অনুকূল ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি হলে বাণিজ্য বাড়বে, বিনিয়োগ বাড়বে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।’
জাতীয় রাজস্ব বোর্ড বিজিএমইএ প্রতিনিধিদলের সুপারিশগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করবে বলে আশ্বাস দেন তিনি।