বাংলাদেশ থেকে আরও বেশি মূল্যের পোশাক কেনার জন্য ইউরোপের অন্যতম বৃহৎ খুচরা বিক্রেতা কেয়ারফোরের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।
হংকংয়ে গ্লোবাল সোর্সিংয়ের ম্যানেজিং ডিরেক্টর জিন ড্যানিয়েল গ্যাটিগনোল এবং কেয়ারফোরের গ্লোবাল সোর্সিং ডিরেক্টর অ্যালেক্সিয়া বোনেটের সঙ্গে বৈঠককালে তিনি এ আহ্বান জানান।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) অনুষ্ঠিত সভায় জায়ান্ট গ্রুপের পরিচালক আজফার হাসানও উপস্থিত ছিলেন।
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে পরিবেশগত টেকসই অনুশীলনের অগ্রগতি এবং উচ্চমানের পোশাকের জন্য উৎপাদন ক্ষমতা বাড়ানোর উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়।
বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে সহায়তা প্রদান, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় জ্ঞান, দক্ষতা ও কারিগরি দক্ষতা প্রদান এবং প্রতিযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কেয়ারফোর ও বিজিএমইএ'র মধ্যে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারির কোনো বৈধ ভিত্তি নেই: বিজিএমইএ সভাপতি
বাংলাদেশের সরবরাহকারীদের সঙ্গে অংশীদারিত্ব এবং বিজিএমইএ'র সঙ্গে সহযোগিতা জোরদার এবং উচ্চমূল্যের পণ্যের নকশা উন্নয়ন এবং বাংলাদেশে পরিবেশ, সামাজিক ও সুশাসন (ইএসজি) উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে কেয়ারফোর কীভাবে কাজ করতে পারে তা নিয়েও তারা আলোচনা করেন।
বাংলাদেশ থেকে তৈরি পোশাক উৎপাদন বাড়ানোর সম্ভাবনার কথা কেয়ারফোরের কাছে তুলে ধরেন বিজিএমইএ সভাপতি। এছাড়া গার্মেন্টস ও অন্যান্য বিভিন্ন পণ্যের জন্যও এর সোর্সিং সম্প্রসারণের জন্য কেয়ারফোরকে বিবেচনারে আহ্বান জানান বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।
ফ্রান্সভিত্তিক কেয়ারফোর ইউরোপের বৃহত্তম খুচরা বিক্রয়কারী প্রতিষ্ঠান।
আরও পড়ুন: টেকসই উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বনেতা: বিজিএমইএ পরিচালক