তিনি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালে নতুন তিনটি সেবা যুক্ত করার ভার্চুয়াল আনুষ্ঠানে যুক্ত হয়ে এ কথা বলেন।
নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয়পত্র যাচাইকরণ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের নিরাপত্তা ছাড়পত্র এবং বিনিয়োগকারীদের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ভূমি ব্যবহারের ছাড়পত্র সেবা আনুষ্ঠানিকভাবে বিডার ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত হয়েছে।
সেবাগুলোর উদ্বোধনকালে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে স্থানীয় ও আন্তর্জাতিক বিনিয়োগ বাড়ানোর জন্য সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান সালমান এফ রহমান।
তিনি বলেন, বিনিয়োগের জন্য ইজি অব ডুয়িং বিজনেস সূচকের বিষয়ে যদিও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বুঝতে পারেন তবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা তা উপলব্ধি করতে পারেন না। দেশের স্বার্থে তাদের এ বিষয়টি অনুধাবন এবং আন্তরিকতার সাথে কাজ করতে হবে।’
তিনি বলেন, সরকার বেসরকারি খাতের জন্য অনুকূল পরিবেশ তৈরি করায় দেশের অর্থনীতিতে তারা ভালো অবদান রাখতে পারছে।
সালমান এফ রহমান বলেন, ‘আমরা ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের মর্যাদা অর্জন করতে চাই। যা আরও বেশি বিনিয়োগ ছাড়া সম্ভব নয়। সুতরাং বিনিয়োগ বাড়াতে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির উন্নয়নে আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেন, ‘দুর্বল কর কাঠামোর কারণে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে করের জিডিপি অনুপাত খুব কম। আমাদের কর জাল বাড়াতে হবে। অনেক কর দেয়ার যোগ্য করদাতারা কর দিচ্ছেন না। তাই কর কাঠামোর পরিবর্তন করা উচিত।’
এ সময় বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা ইতোমধ্যে অনেক সংস্থার সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি। আমরা আশা করছি ২০২১ সালের মধ্যে সব সংস্থাকে আমাদের সেবার আওতায় আনতে পারব।’