ঢাকা, ০১ নভেম্বর (ইউএনবি)- চার প্রতিষ্ঠানকে মোবাইল ফোন টাওয়ার সেবা সংক্রান্ত টাওয়ার শেয়ারিং লাইসেন্স দিয়েছে সরকার।
বৃহস্পতিবার বিকালে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি সম্মেলন কক্ষে এ লাইসেন্স তুলে দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।
এসময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার ও বিটিআরসি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহরুল হক বক্তব্য রাখেন।
লাইসেন্স প্রাপ্ত চারটি প্রতিষ্ঠান গুলো হলো- ইডটকো বাংলাদেশ, সামিট টাওয়ার্স, কীর্তনখোলা টাওয়ার বাংলাদেশ ও এবি হাইটেক কনসোর্টিয়াম।
ইডটকোর পক্ষে প্রতিষ্ঠানটির কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রাহুল চৌধুরী, সামিট টাওয়ার্সের ম্যানেজিং ডিরেক্টর মো. আরিফ আল ইসলাম, এবি হাইটেক কনসোর্টিয়ামের ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান মোল্লা এবং কীর্তনখোলা টাওয়ার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সালমান করিম লাইসেন্স গ্রহণ করেন।