শনিবার লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে এক অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, যারা অংশ নেবেন তাদের নিয়েই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।
বন্দর উন্নয়ন ও গতিশীল করতে উপদেষ্টা কমিটির এ অনুষ্ঠানে মন্ত্রী দেশের অন্যতম স্থলবন্দর বুড়িমারীকে আধুনিকায়ন করার নানা উদ্যোগের কথা জানান।
নৌমন্ত্রী বলেন, বুড়িমারী স্থলবন্দর দিয়ে যাত্রী ও পণ্য পরিবহনের সুবিধার জন্য শূন্যরেখার কাছাকাছি আন্তর্জাতিক মানের বাস টার্মিনাল ও ট্রাক টার্মিনাল করা হবে, ব্যাংক বুথ বসানো হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন, ইসরাফিল আলম এমপি, স্থলবন্দরের চেয়ারম্যান অতিরিক্ত সচিব তপন কুমার চক্রবর্তী, জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান, জেলা প্রশাসক শফিউল আরিফ, পুলিশ সুপার রশিদুল ইসলাম ও পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল।