শনিবার রাজধানীর শেরে-ই-বাংলা নগরে দলের দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে এসে এ শপথ নেয় তারা।
শ্রদ্ধা জানানো শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদের শপথ হচ্ছে, এই দানব সরকারকে অপসারণ করে, দুঃশাসনের অবসান ঘটাতে গণতন্ত্রের মুক্তির জন্য খালেদা জিয়াকে মুক্ত করার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।’
বিএনপি মহাসচিবের আশা, অচিরেই তারা সেই লক্ষ্যে পৌঁছতে পারবেন।
এর আগে সকাল ১০টায় কয়েক শত নেতাকর্মীর পাশাপাশি বিএনপি মহাসচিব দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, ড. আব্দুল মঈন খান এবং আমির খসরু মাহমদু চৌধুরীকে নিয়ে জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং তার আত্মার শান্তির জন্য মোনাজাত করেন।
এদিকে বিএনপির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন সহযোগী সংগঠনে দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমান এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে এর যাত্রা শুরু হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীতে দুপুরে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভার কর্মসূচিও রয়েছে বিএনপির। নেতাকর্মীদের মনে করছেন এ সভা থেকে আগামী নির্বাচন নিয়ে দিকনির্দেশনা আসতে পারে।
এর আগে ভোরে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়।