দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সাংস্কৃতিক জগতে তার (আলী যাকের) গৌরবময় কৃতিত্ব ও অবদানের জন্য তিনি দেশবাসীর নিকট চির অম্লান হয়ে থাকবেন।’
এক শোকবার্তায় তিনি বলেন, ‘বরেণ্য অভিনেতা আলী যাকের দেশের সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। তার মৃত্যু দেশের সাংস্কৃতিক বিকাশে এক অপূরণীয় ক্ষতি।’
তিনি আলী যাকেরের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পৃথক শোকবার্তায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য গাজী মাজহারুল আনোয়ার এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল বরেণ্য অভিনয় শিল্পী আলী যাকেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক আলী যাকের ক্যান্সারের সাথে লড়াই করার মাঝেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার সকাল ৬টা ৪০ মিনিটে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।