আওয়ামী লীগ সরকার দেশের নির্বাচন ব্যবস্থাকে ‘লুট’ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র নেতা নজরুল ইসলাম খান।
তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা আমাদের সরকার নির্বাচন করার অধিকার পেয়েছি। বর্তমান সরকার যেভাবে লুট করেছে, আল্লাহ আমাদের সেই অধিকার ও অর্জন ফিরিয়ে দিন।’
মঙ্গলবার রাতে সারাদেশে পালিত পবিত্র শবেবরাত উপলক্ষে বিএনপির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে নজরুল এ মন্তব্য করেন।
তিনি আক্ষেপ করে বলেন, দেশের সম্পদ প্রায় প্রকাশ্যে লুট করা হচ্ছে এবং বিপুল পরিমাণ অর্থ বাংলাদেশ থেকে বিদেশে পাচার করা হচ্ছে।
তিনি বলেন, ‘আমরা আজ রাতে আল্লাহর কাছে প্রার্থনা করব যেন তিনি আমাদের দুঃশাসন,নির্যাতন ও দমন-পীড়ন থেকে মুক্ত করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল দেশের জনগণকে তাদের দলের নেতাকর্মীদের জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন যারা জোড়পূর্বক গুম, হত্যা ও দমনমূলক কর্মকাণ্ডের শিকার হয়েছেন।
আরও পড়ুন: জাতীয় নির্বাচনে আ.লীগকে আর প্রহসন করতে দেয়া হবে না: ফখরুল
তিনি বলেন, সরকারের দুঃশাসন, দুর্নীতি ও দমন-পীড়নে দেশের মানুষ চরম অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে।
তাদের দলের নেতৃত্বে দেশের জনগণ বর্তমান স্বৈরাচারী শাসনের শৃঙ্খল থেকে মুক্তি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই নেতা।
নজরুল দাবি করেন যে দলের চেয়ারপার্সন খালেদা জিয়াকে সরকার ‘অন্যায়ভাবে কারারুদ্ধ’ করেছে এবং তার নিঃশর্ত মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন যাতে তিনি আবার দেশ ও জনগণের সেবা করতে পারেন।
দোয়া মাহফিলে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপার্সনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ও আবদুস সাত্তার পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: চট্টগ্রাম ও ঢাকায় বিস্ফোরণের জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করেছে বিএনপি