বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশের মানুষ আওয়ামী লীগ সরকারকে দশম ও একাদশ জাতীয় সংসদের মতো প্রহসনমূলক জাতীয় নির্বাচন করতে দেবে না।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ ভাবছে যে তারা গত দুই নির্বাচনের মতোই প্রহসনমূলক নির্বাচন করে আবারও ক্ষমতা দখল করবে এবং এভাবে তারা আবারও জনগণকে শোষণ করবে এবং তাদের অর্থ ও সম্পদ লুট করবে।’
আরও পড়ুন: আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি অপ্রয়োজনীয় ও অসম: ফখরুল
শনিবার রাজধানীর উত্তরা পাবলিক কলেজের সামনে বিএনপির উত্তরা পূর্ব শাখার পদযাত্রা কর্মসূচি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে ফখরুল এই হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, দেশের মানুষ আর ক্ষমতাসীন দলকে ভোট কারচুপি ও কারচুপি করে ক্ষমতায় থাকতে দেবে না।
বিএনপি মহাসচিব বলেন, ‘মানুষ আন্দোলনে রাস্তায় নেমেছে। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন এগিয়ে নিয়ে যাব। এবার আমরা এবং দেশের জনগণ জাতীয় নির্বাচনের নামে কোনো প্রহসনের মঞ্চায়ন করতে দেবে না।’
বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানসহ ১০ দফা দাবির পক্ষে আন্দোলন জোরদার করতে এবং জনসমর্থন গড়ে তুলতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।
তিনি বলেন, ‘আমাদের আন্দোলন শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নয়। আমাদের আন্দোলনের মূল লক্ষ্য হলো ভোটাধিকার এবং কথা বলার অধিকারসহ জনগণের অধিকার ফিরিয়ে আনা।’
১৫ বছর ধরে তাদের দল আন্দোলনে আছে উল্লেখ করে ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে রাজপথে থাকবেন। ‘যদি আমাদের বাধা দেয়া হয়, আমরা অবশ্যই তা কাটিয়ে উঠব এবং জনগণকে সঙ্গে নিয়ে একত্রে প্রতিরোধ গড়ে তুলব।
যুগপৎ আন্দোলনের পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে বিএনপি মহাসচিব তাদের ১০ দফা দাবি আদায়ে ১১ মার্চ ঢাকাসহ সব মহানগর এবং জেলা শহরে মানববন্ধন করার ঘোষণা দেন।
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র এবং বিদ্যুৎ ও অন্যান্য ইউটিলিটি পরিষেবার দাম কমানোর জন্য সরকারের উপর চাপ বাড়াতে এই কর্মসূচি।
ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের আওতাধীন সকল থানায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকল বিভাগীয় শহরে তাদের পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে পৃথক সমাবেশ ও মিছিল বের করে।
আরও পড়ুন: আ.লীগ দেশের সম্পদ লুট করতে মরিয়া: ফখরুল
দুপুর ২টা ৪৫ মিনিটে উত্তরা পূর্ব থানা বিএনপির পদযাত্রায় অংশ নিয়ে মির্জা ফখরুল কর্মসূচির সূচনা করেন।
দলের স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা রাজধানীসহ অন্যান্য সব থানায় একই ধরনের কর্মসূচি পালন করেন।
চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপি ও এর সহযোগী সংগঠন ও সমমনা দলগুলোও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সাধারণ নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিভাগীয় শহরগুলোর অধীনে সব থানায় মিছিল করেছে।
বিএনপি ছাড়াও গণতন্ত্র মঞ্চ জাতীয় প্রেসক্লাবের সামনে, আরামবাগে গণফোরাম ও পিপলস পার্টি, বিজয়নগরে জাতীয়তাবাদী সমমনা জোট এবং রাজধানীর পুরানা পল্টনে পেশাজীবি গণতান্ত্রিক জোট একই দাবিতে পদযাত্রা কর্মসূচির আয়োজন করে।
আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং নির্দলীয় প্রশাসনের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানসহ বিভিন্ন দাবিতে তারা ১১ মার্চ ঢাকাসহ সব বিভাগীয় শহরে মানববন্ধন করার ঘোষণা দেন।
গত বছরের ডিসেম্বর থেকে বিএনপিসহ সমমনা দল ও জোটগুলো সরকার পতনের জন্য যুগপৎ আন্দোলন শুরু করে। অন্ততপক্ষে আগামী নির্বাচনকে সামনে রেখে তত্ত্বাবধায়ক বা নির্দলীয় সরকারের বিধানের গুরুত্ব উপলব্ধি করে।
এছাড়া গত ২৮ জানুয়ারি থেকে রাজধানীর পাঁচটি এলাকায় পদযাত্রা কর্মসূচি পালন করেন বিএনপির ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর শাখার নেতাকর্মীরা।
দলটি তাদের ১০ দফা দাবি আদায়ে সারাদেশের সব ইউনিয়ন, জেলা ও বিভাগীয় শহরে একই ধরনের কর্মসূচির আয়োজন করেছে।
আরও পড়ুন: দুর্নীতি করতে বারবার বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে: ফখরুল