ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দেয়ার সময় কয়েকজন সমর্থক ‘টেকনিক্যাল’ সমস্যায় পড়েছেন বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) জাতীয় পার্টির মেয়রপ্রার্থী মো. সাইফুদ্দিন আহমেদ মিলন।
শনিবার সকাল ১০টা ১০ মিনিটের দিকে লালবাগ এলাকার এএমসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান শেষে তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘কিছু ভোটার ফিঙ্গার প্রিন্টের অমিলসহ বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়েছে।’ তবে, ইভিএমে তিনি সহজভাবেই ভোট দিতে পেরেছেন বলে জানিয়েছেন।
জয়নুল আবেদীন নামে এক ভোটার জানান, তিনি বেশ কয়েকবার ভোট দেয়ার চেষ্টা করেছেন কিন্তু আঙুলের ছাপের অমিলের কারণে ভোট দিতে ব্যর্থ হন তিনি।
এদিকে, কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবদুল লতিফ বলেন, যেসকল ভোটাররা ফিঙ্গার প্রিন্টের অমিলের মুখোমুখি হয়েছে তাদের বেলা ৩টায় পুনরায় কেন্দ্রে আসার জন্য অনুরোধ করা হয়েছে।