দেশ স্বাধীনের পর থেকে এ আসনে কোনো রাজনৈতিক দল, এমনকি সাবেক কোনো সাংসদ দ্বিতীয়বারের মতো এ আসন দখলে রাখতে পারেনি। এবারও তার ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা কম। এ আসনে জাতীয় পার্টির ও বিএনপির একক প্রার্থীর থাকলেও আ’লীগে রয়েছেন একাধিক প্রার্থী। এবারের নিবার্চনে খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের নেতৃবৃন্দসহ স্বতন্ত্র প্রার্থী ও নতুন-পুরাতন মিলে প্রায় দশজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।
এ আসনটি জোটগত কারণে জাতীয় পার্টির দখলে থাকলেও ক্ষমতাসীন দল আ’লীগ এবার তাদের নিজেদের প্রার্থীর চায়। এজন্য তারা জোর লবিং ও নানাবিধ তদবির চালিয়ে যাচ্ছেন। এ কারণে এখানে আ’লীগ ও জাতীয় পার্টির মুখোমুখি অবস্থানে রয়েছে।
আ’লীগের সম্ভাব্য প্রার্থীর মধ্যে জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী ও যুক্তরাজ্য আ’লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। দুজনেই বিভিন্ন অনুষ্ঠানে সরকারের উন্নয়নের চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
এদিকে বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও এই আসনের সাবেক সাংসদ এম. ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর থেকে উপজেলা বিএনপি একটু কোণঠাসা অবস্থায় পড়েছে। স্থানীয় পর্যায় দীঘির্দন যাবৎ রাজনৈতিক মাঠে তাদের সরব উপস্থিতি দেখা যাচ্ছে না। চেয়ারপারসনকে কারাগারে রেখে নিবার্চনে বিএনপি যাবে কি না কিংবা কারাবন্দী অবস্থায় তিনি নিবার্চন করতে পারবেন কি না, এ নিয়ে দলের নেতাকর্মীরা দুশ্চিন্তায় ভুগছেন বলে দলীয় সূত্রে জানা যায়।
এলাকাবাসী জানান, জাতীয় সংসদ নিবার্চন যদি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণর্ভাবে অনুষ্ঠিত হয়, তাহলে এই আসনে আ’লীগ আর বিএনপি প্রার্থীর মধ্যে ভোটের লড়াই হবে। বিএনপি তাদের প্রচার-প্রচারণায় কী কারণে নীরব, নাকি জোটগত কারণে তারা নীরব রয়েছে কেউ সঠিক বলতে পারছেন না।
আওয়ামী লীগ সম্ভাব্য প্রার্থী শফিক চৌধুরী বলয়ের উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান বলেন, বিগত পাঁচ বছর বিশ্বনাথ-ওসমানীনগর উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে। তবে সরকারের উন্নয়ন ধরে রাখতে হলে সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরীকে এবার সিলেট-২ আসনে মনোনয়ন দিতে হবে।
অন্যদিকে, আনোয়ারুজ্জামান চৌধুরী বলয়ের উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদের মতে, জাতীয় নিবার্চনে নৌকাকে বিজয়ী করতে হলে নতুনত্ব এবং গ্রহণযোগ্য নেতা প্রয়োজন। ইতিহাস বলে এ আসনে সাবেক কোনো প্রার্থী কখনও দুইবার নির্বাচিত হননি। তারা মনে করছেন এই আসনে আনোয়ার চৌধুরীর বিকল্প আর কাউকে দেখছেন না।
এদিকে, গত বছরের ডিসেম্বরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাবেক সাংসদ ইলিয়াস আলীর মা সূযর্বান বিবিকে দেখতে এসে বিএনপি থেকে এ আসনের একমাত্র প্রার্থী হিসেবে ইলিয়াস আলীর সহধমির্ণী তাহসিনা রুশদীর লুনার নাম ঘোষণা করে যান।
এ ব্যাপারে জেলা বিএনপির সহসভাপতি ও বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেন, বিএনপি একটি নিবার্চনমুখী গণতান্ত্রিক দল। তাই দল যে সিদ্ধান্ত নেবে তারা সেটাই করবেন। নেত্রীর কারামুক্তি না হওয়া পযর্ন্ত বিএনপি নিবার্চনে অংশ নেবে না। আর নিবার্চনে গেলে এ আসনে তাহসিনা রুশদির লুনা নিবার্চনে অংশ নেবেন।
খেলাফত মজলিসের যুগ্ম সম্পাদক মুহাম্মদ মুনতাসির আলী বলেন, দল থেকে তাকেই প্রার্থী ঘোষণা করা হয়েছে। বিএনপিসহ ২০-দলীয় জোট থেকেই তিনি সিলেট-২ আসনে নিবার্চন করার আশাবাদী। যদি বিএনপি সমঝোতা ছাড়া তাদের দল থেকে প্রার্থী দেয়, তাহলে খেলাফত মজলিসেরও নিবার্চন করার অধিকার আছে।
বতর্মান সাংসদ জাতীয় পাটির্র ইয়াহইয়া চৌধুরী এহিয়া নিবার্চনে অংশ নেবেন বলে আগে থেকেই প্রচার-প্রচারণায় মাঠ-ঘাট চষে বেড়াচ্ছেন। তিনি সাংবাদিকদের বলেন, কেন্দ্র থেকে গ্রিন সিগন্যাল তাকে দেয়া হয়েছে। আর দেশের সার্বিক পরিস্থিতির ওপর নিভর্র করবে জোট থাকবে কি না বা কার সাথে জোট হবে। কিন্তু এই মুহূতের্ কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় পার্টি একক নিবার্চন করবে। সেই হিসাবে তার এ আসনে নিবার্চনের প্রস্তুতি রয়েছে।
ইমরান আহমদ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. এনামুল হক সরদার স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নিবার্চনে অংশ নেবেন। তিনি বলেন, প্রথমবারের মতো ইসলামী আন্দোলন বাংলাদেশ সংসদের তিনশটি আসনেই নিবার্চন করবে বলে ঘোষণা দিয়েছে। তাই এ আসন থেকে নিবার্চনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ আমির উদ্দিন।
ইসলামী ঐক্যজোটের জেলা যুগ্ম সম্পাদক আ ক ম এনামুল হক এ আসনে নিবার্চন করবেন বলে বেশ আগে থেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
তিনি বলেন, এ আসনের বিশাল ভোটার শ্রেণি বিকল্প নেতৃত্বের প্রত্যাশী। তারা আদর্শ ও উন্নয়ন সমন্বিতভাবে চান। জনগণের সেই প্রত্যাশা পূরণের জন্য দল তাকে প্রার্থী করেছে। জনগণের পাশাপাশি বিভিন্ন দলেরও সমর্থন রয়েছে বলে তার দাবি।