রবিবার বিকালে বগুড়ায় নন্দীগ্রাম উপজেলা জাসদ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
আগামী নির্বাচন যথাসময়ে হবে জানিয়ে ইনু বলেন, ‘নির্বাচনে কেউ আসুক বা না আসুক যথা সময়ে দেশে নির্বাচন হবে। মিরজাফরেরা ঘাপটি মেরে বসে আছে যেকোনো সময় পেছন থেকে আঘাত হানতে পারে। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
তিনি আরও বলেন, খালেদা জিয়া দেশবাসীকে দিয়েছে সন্ত্রাস, জঙ্গিবাদ ও লুটপাট আর আওয়ামী লীগের সময়ে সন্ত্রাসের বদলে বাংলাদেশ হয়েছে শান্তির দেশ। শেখ হাসিনার আমলে দেশ অন্ধকার থেকে আলোয় আলোকিত হয়েছে।
নন্দীগ্রাম উপজেলা জাসদ শাখার সভাপতি কামরুজ্জামান কামরুলের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নন্দীগ্রাম-কাহালু এলাকার সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি একেএম রেজাউল করিম তানসেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক নাট্যকার নাদের চৌধুরী ও রোকোনোজ্জামান রোকোন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গির আলম প্রমুখ।