খুলনা মহানগরীর খালিশপুরের বানৌজা তিতুমীর থেকে হেলিকপ্টারে করে সোমবার সকাল সাড়ে ৭টায় তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের বিশেষ সহযোগিতায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আক্তারুজ্জামান বাবুর ব্যক্তিগত সহকারী মো. তসলিম হুসাইন তাজ জানান, গত ৪ সেপ্টেম্বর খুলনা মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা শনাক্ত হয়। তারপর থেকে তিনি খুলনা মহানগরীর টুটপাড়া ফরিদ মোল্যার মোড়স্থ বাসভবনে হোম আইসোলেশনে ছিলেন। গত দু’দিনে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সোমবার সকালে হেলিকপ্টারযোগে ঢাকায় নেয়া হয়।
এদিকে খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে ২৪ ঘণ্টায় আরও ৪৭ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। যার মধ্যে ৩১ জনই খুলনা জেলা ও মহানগরীর।
খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, খুমেকের আরটি-পিসিআর মেশিনে রবিবার মোট ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনার নমুনা ছিল ১৮০টি। এদের মধ্যে মোট ৪৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।