ঢাকা, ১৬ আগস্ট (ইউএনবি)- জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের শুক্রবার বলেছেন, গরিব ও এতিমদের হক রক্ষায় কাঁচা চামড়া রপ্তানি চালু রাখা উচিত।
তিনি বলেন, ‘যারা চামড়া ব্যবসা করতে চান তাদের প্রতিযোগিতা করেই ব্যবসা করতে হবে। তাই কাঁচা চামড়া রপ্তানি চালু রাখা উচিত। সরকার যদি চামড়া ব্যবসায়ীদের ইনসেনটিভ দিতে চায় তা অন্যভাবে দিতে পারে। তবে গরিব ও এতিমদের হক নষ্ট করে সুবিধা দেয়া ঠিক নয়।’
দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে কাদের এ কথা বলেন।
তিনি বলেন, কাঁচা চামড়া রপ্তানিতে নিষেধাজ্ঞা এবং ক্রেতা কম থাকায় ঈদুল আজহার সময়ে মানুষ কোরবানির পশুর চামড়া কম দামে বিক্রি করতে বাধ্য হয়েছে। ‘কাঁচা চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে পর্যাপ্ত ক্রেতা এবং রপ্তানি সুবিধা থাকা উচিত ছিল।’
কাঁচা চামড়ার মূল্য ব্যাপকভাবে কমে যাওয়ায়, সরকার মঙ্গলবার রাতে কাঁচা চামড়া বিদেশে রপ্তানির অনুমতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।