কুমিল্লায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় একটি সমাবেশ ও ইফতার অনুষ্ঠানে ভার্চুয়াল ভাষণ দেয়ার সময় সেখান থেকে ২০ জন বিএনপি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার টাউনহল মিলনায়তনে কুমিল্লা বিভাগীয় যুবদল আয়োজিত অনুষ্ঠান থেকে তাদের আটক করা হয়।
এসময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হলে ইফতার মাহফিল বানচাল হয়ে যায়। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যুবদলের কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন টুকুর বক্তব্যের পর তারেক রহমান ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন।
আরও পড়ুন: শনিবার সব মহানগর ও জেলায় অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপিসহ সমমনা দলগুলো
তারেক রহমান তার বক্তব্য শুরু করলে কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক তপন বাগচী টাউন হলে প্রবেশ করেন। এ সময় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় বলে জানান তারা।
পরে ঘটনাস্থল থেকে ২০ জনকে আটক করা হয়।
কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, তারেক রহমানের যোগদানের কথা ছিল না। তাদের ইফতার মাহফিল করার কথা ছিল। তারেক রহমান যোগ দিলে পুলিশ হস্তক্ষেপ করে।
এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। সংঘর্ষে জড়িত ২০ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
আরও পড়ুন: যুগপৎ আন্দোলনের শরিকদের মধ্যে কোনো দুর্বলতা নেই: ফখরুল