শনিবার বেলা ১১টার দিকে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ভারল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদুল ইসলাম ওরফে জহুরুল ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম গ্রুপের বিবাদমান বিরোধের জের ধরে এ সংঘর্ষে ঘটনা ঘটে।
এসময় জহুরুল গ্রুপের সাইদুল ইসলাম (৩০), আমরামুল হক মণ্ডল (৩৪), আব্দুল কুদ্দুস গাজী (৪৮), নজরুল ইসলাম (৬০), নাজমুল ইসলাম (৩৬), ডাবলু (২৪), মজনুর রহমান (৩৫), লিটু (৩৫), জনি (১৭),আব্দুল গাফ্ফার (২৫) এবং আব্দুর রহিম গ্রুপে গোলজার আলী (৫০), জসিম উদ্দিন (৩৮), মঙ্গল আলীসহ (৪৭) প্রায় ২৫ জন মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। এর আগেও দুপক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পুনরায় যাতে সংঘর্ষ না হয় এবং এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।