মঙ্গলবার এক আলোচনা সভায় তিনি আরো বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে আগামী এক মাসে দেশের অনেক কিছু পরিবর্তন হবে।
বিএনপি নেতা বলেন, ‘সরকারি চাকরিতে কোটা সংস্কারের জন্য তারা আন্দোলন করেছে। সরকারি কমিটি যে সুপারিশ করেছে তারা এমন সংস্কার চায়নি। এটা প্রতারণা।’
সুপারিশের মাধ্যমে কোটা আন্দোলনকারীদের সাথে সরকার বিশ্বাসঘাতকতা করছে বলে অভিযোগ করেন মওদুদ। ‘এটা (সুপারিশ) পুনর্বিবেচনা করা প্রয়োজন। আন্দোলনকারীদের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে। আমি বিশ্বাস করি তাদের আন্দোলন বৃথা যাবে না।’
বাংলাদেশ জাতীয় মানবাধিকার পরিষদ জাতীয় প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
সম্প্রতি সরকারি চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থা পর্যালোচনার জন্য সরকার গঠিত কমিটি সরকারি চাকরির নবম থেকে ত্রয়োদশ গ্রেডে (প্রথম ও দ্বিতীয় শ্রেণি) কোটা ব্যবস্থা বাতিলের সুপারিশ করেছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ বলেন, শিক্ষার্থীরা মেধার মূল্যায়নের জন্য সরকারি চাকরির সকল পর্যায়ে কোটা সংস্কারের দাবি জানিয়েছে। ‘কিন্তু প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরি থেকে কোটা বাতিলের সুপারিশ করা হয়েছে।’
আওয়ামী লীগ কেমন রাজনৈতিক দল সে সম্পর্কে তরুণ প্রজন্মের কোনো ধারণা ছিল না বলে মন্তব্য করেন তিনি।
‘কোটা সংস্কার এবং নিরাপদ সড়ক আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতি সরকারের আচরণ দেখে তারা এটি উপলব্ধি করতে পেরেছে। সরকার আন্দোলনকারীদের সাথে প্রতারণা করেছে।’
সরকার নতুন প্রজন্মের সাথে প্রতারণা করায় তারা আগামী নির্বাচনের আওয়ামী লীগকে ভোট দেবে না বলে বিশ্বাস করেন তিনি।