খালেদার উন্নত চিকিৎসার জন্য এক রিট আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়।
খালেদার উন্নত চিকিৎসার নির্দেশনা চেয়ে গত ৯ সেপ্টেম্বর হাইকোর্টে এ রিট করা হয়। এতে বলা হয়, খালেদা জিয়া দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন এবং তাই তাকে উন্নত চিকিৎসার জন্য একটি বিশেষায়িত হাসপাতালে নেয়া দরকার।
আদালত মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে ডা. মো. আবদুল জলিল চৌধুরী ও ডা. বদরুন্নেছা আহমেদকে রাখার পরামর্শ দিয়েছে।
সেই সাথে যেসব চিকিৎসক ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সদস্য তাদের ছাড়া অন্যদের মাঝ থেকে বোর্ডের বাকি তিন সদস্য নির্বাচন করার কথা বলেছে আদালত।
খালেদা জিয়া নিজের পছন্দ অনুযায়ী ফিজিও থেরাপিস্ট, গাইনোকোলজিস্ট ও মেডিকেল টেকনিশিয়ান এবং বোর্ডের অনুমোদন সাপেক্ষে বিএসএমএমইউর বাইরের যেকোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সেবাও নিতে পারবেন।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর কারাবন্দী খালেদার জন্য মেডিকেল বোর্ড গঠন করে সরকার। বোর্ড ‘গুরুতর কোনো রোগের লক্ষণ’ না পেলেও খালেদাকে বিএসএমএমইউর মতো হাসপাতালে ভর্তি সুপারিশ করে।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়। তখন থেকে তিনি পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন।
অসুস্থতার করাণে খালেদা জিয়াকে গত ৭ এপ্রিল বিএসএমএমইউতে নিয়ে কিছু শারীরিক পরীক্ষা করা হয়।
বিএনপি খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তির দাবি জানিয়ে আসছে।