এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বল এখন সরকারের কোর্টে। খালেদা জিয়ার মুক্তির জন্য ‘রাজনৈতিক সিদ্ধান্ত’ প্রয়োজন।
‘আমাদের কাছে, জনগণের কাছে এখন মুখ্য বিষয়টা হলো ম্যাডামের (খালেদা) জীবনকে রক্ষা করা। কারণ তারা (সরকার) সুপরিকল্পিতভাবে তাকে হত্যার দিকে নিয়ে যাচ্ছে,’ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
বিএনপি নেতা আরও বলেন, ‘আমরা তাকে মুক্ত করতে চাই, তার জীবন বাঁচাতে চাই এবং তাকে সুস্থ করে জনগণের মধ্যে নিয়ে আসতে চাই। আমরা জনগণের কাছে যাচ্ছি, তাদের সাথে নিয়ে আমরা তাকে মুক্ত করার চেষ্টা করব। রাজনৈতিক দল হিসেবে এটাই আমাদের দায়িত্ব।’
খালেদা জিয়ার পরিবার তার মুক্তির জন্য প্যারোলের কথা ভাবছে গণমাধ্যমের এমন খবরের বিষয়ে তার মন্তব্য জানতে চাইলে ফখরুল বলেন, তাদের দল এ বিষয়ে কিছু জানে না।
তিনি বলেন, তার মুক্তির জন্য আইনের সবগুলো বিষয়ে চেষ্টা করা হয়েছে। ‘এখনও আইনি প্রক্রিয়ায় তাকে মুক্তির সব চেষ্টাই করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও কথা বলেছি। সংসদেও তার মুক্তির দাবি উত্থাপন করা হয়েছে। দ্য বল ইজ ইন দেয়ার কোর্ট।’