বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বিএনপির প্রতিবাদ কর্মসূচি শুরু হয়, চলবে বিকাল ৪টা পর্যন্ত।
পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে বিএনপির কয়েকশ’ নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতাদের অনশন কর্মসূচিতে বক্তব্য রাখার কথা রয়েছে।
এছাড়া অন্যান্য রাজনৈতিক দলের নেতা, বিএনপিপন্থী বুদ্ধিজীবী ও পেশাদাররা এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছেন।
দেশের অন্যান্য জেলা ও মহানগর শহরেও অনুরূপ কর্মসূচি পালন করা হচ্ছে।
খালেদার রায়ের প্রতিবাদে গত বুধবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করে বিএনপি। মঙ্গলবার দেশের সব জেলা সদর ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা।
খালেদা জিয়াকে দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করার প্রতিবাদে গত সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মানববন্ধনসহ দেশব্যাপী তিনদিনের কর্মসূচি ঘোষণা করেন।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াসহ আরও তিনজনকে সাত বছরের কারাদণ্ড দেয় আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ১০ লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়।