ঐক্যফ্রন্টের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টো ইউএনবিকে বলেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-রব) সভাপতি আবদুর রবের নেতৃত্বে তাদের পাঁচ সদস্যের একটি দল খালেদার সাথে সাক্ষাৎ করবেন।
সাক্ষাতপ্রার্থী অন্য চার নেতা হলেন- নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী।
ঐক্যফ্রন্ট নেতা মিন্টো বলেন, গত ২২ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাথে আলোচনা অনুসারে প্রথম পর্যায়ে ঐক্যফ্রন্টের পাঁচ নেতার নাম উল্লেখ করে বিএনপি নেত্রীর সাথে দেখা করতে কারা প্রধান বরাবার চিঠি দেয়া হয়েছে।
তিনি আরও জানান, খালেদার সাথে সাক্ষাতের জন্য আগামী সোম অথবা মঙ্গলবার অনুমতি দেয়ার জন্য কারা কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।
দ্বিতীয় পর্যায়ে ঐক্যফ্রন্টের আরও চার থেকে পাঁচ নেতা বিএনপি চেয়ারপার্সনের সাথে সাক্ষাৎ করতে যাবেন বলেও জানান তিনি।
প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দী আছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। পরবর্তীতে আরও একটি দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হলেও তার দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে উভয় মামলা ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’।
চলতি বছরের ১ এপ্রিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন রয়েছেন বিএনপি নেত্রী।