সাবেক মন্ত্রী সাদেক হোসেন খোকা নিউইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে বাংলাদেশ সময় সোমবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর। বৃহস্পতিবার তার মরদেহ দেশে আনা হয়।
অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার মরদেহ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেয়া হচ্ছে।
তার দ্বিতীয় জানাজা বৃহস্পতিবার বেলা দেড়টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। সাদেক হোসেন খোকার জানাজায় মানুষের ঢল নামে।
মহান স্বাধীনতাযুদ্ধের এ গেরিলা যোদ্ধার জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের জনগণও অংশ নেন।
জানাজার আগে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সাদেক হোসেনের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন নেতা-কর্মীরা।
জানাজার আগে বক্তব্য দেন সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন।
মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা।