নিহত ফয়সাল ফটিকছড়ির খিরাম ইউনিয়নের হচ্ছারঘাট এলাকার জনৈক আব্বাসের পুত্র।
সূত্র জানায়, সংঘর্ষে আহত আলী আকবরকে রবিবার দিবাগত রাত ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষনা করেন।
চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলউদ্দিন বলেন, আলী আক্কাস ও আলী আকবর নামে দু’জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা আলী আকবরকে মৃত ঘোষনা করেন।
তিনি জানান, স্থানীয়ভাবে নিহতের পরিচয় ফয়সাল তিতুমীর হলেও হাসপাতালে তার নাম আলী আকবর বলা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, রবিবার রাত ৮টায় ফটিকছড়ির ২১নং খিরাম ইউনিয়নের ফুলতলী বাজার এলাকায় স্থানীয় আওয়ামী লীগ কর্মী তাহের মিয়া ও মনা মিয়ার সাথে ছাত্রলীগ কর্মী ফয়সাল ও আক্কাসের সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষেরর মধ্যে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে ছুরিকাহত হয়ে গুরুতর আহত হন ছাত্রলীগ কর্মী ফয়সাল ও আক্কাস।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এসময় স্থানীয় ভাবে চিকিৎসা নেন আহত আরও ৪ জন।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাবুল আকতার বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি দল পরিদর্শন করেছে। এ ব্যাপারে তদন্ত চলছে। ফয়সাল নিহতের ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।