এর মধ্যে পেট্রোল বোমায় দগ্ধ চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- আবু ছালেক, মোহাম্মদ রায়হান, তৈয়ব উদ্দিন ও সাদ্দাম হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাহানাবাদ এলাকায় নৌকার পক্ষে মিছিল করছিলেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় বিএনপির নেতা-কর্মীরাও ধানের শীষের পক্ষে মিছিল বের করেন। দুই দলের মিছিল চেয়ারম্যান ঘাটার মেম্বার বাড়ির সামনে এলে আওয়ামী লীগের মিছিলে পেট্রোল বোমা হামলা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দীন তালুকদার জানান, সীতাকুণ্ডে হামলার ঘটনায় আহত ৪ ব্যক্তি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এর মধ্যে দগ্ধ ৩ জনকে হাসপাতালের বার্ন ইউনিটে এবং রডের আঘাতে আহত ১ জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, আওয়ামী লীগ প্রার্থীর প্রচারণায় হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।