চট্টগ্রাম, ২৯ সেপ্টেম্বর (ইউএনবি)- মহানগরীর খুলশী থানার লালখান বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।
নিহত মো. দিদার (২৫) যুবলীগের রাজনীতির সাথে জড়িত বলে স্থানীয়রা জানিয়েছেন।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে মতিঝর্ণা এলাকায় এ ঘটনা ঘটে।
খুলশী থানার উপ-পরিদর্শক নুরুউদ্দিন ঘটনাস্থল থেকে জানান, সন্ধ্যায় দুপক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সরকারি দলের সমর্থক দুপক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
এদিকে দিদার নিহত হওয়ার প্রতিবাদে তার সঙ্গীরা লালখান বাজার এলাকায় বিক্ষোভ করেছেন।