ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক স্বার্থ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।
মির্জা ফখরুলের ঘনিষ্ঠ এক বিএনপি নেতা জানান, সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে চীনা রাষ্ট্রদূতের বারিধারার বাসায় ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়।
বাংলাদেশে চীনা দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছে, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
আরও পড়ুন: চলতি বছরেই নির্বাচন সম্পন্ন করা জরুরি: ইইউকে খসরু
এতে আরও বলা হয়, উভয় পক্ষ পারস্পরিক উদ্বেগের বিষয়গুলো নিয়ে মতবিনিময় করেছেন।
এর আগে গত বছরের ২১ আগস্ট গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করে অতীতের মতো এবারও বাংলাদেশ ও জনগণের প্রতি চীনের সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
তিনি আশ্বাস দেন যে, দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে ভবিষ্যতে বাংলাদেশে বিনিয়োগ বাড়াবে চীন।
আরও পড়ুন: সীমান্তে কাঁটাতারের বেড়া বন্ধ করায় স্বরাষ্ট্র উপদেষ্টার প্রশংসা করল বিএনপি