বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশাসনকে সতর্ক করে বলেন, জনগণকে শত্রু বানাবেন না, যদি তা করেন তাহলে এর ফল ভালো হবে না।
রবিবার এক সমাবেশে বক্তব্যে দেয়ার সময় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীকে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষেধাজ্ঞা এড়াতে বিরোধীদের শান্তিপূর্ণ সমাবেশে গুলি চালিয়ে মানবাধিকার লঙ্ঘন না করার আহ্বান জানান।
ফখরুল বলেন, ‘আমরা প্রশাসনকে পরিস্কারভাবে বলতে চাই, জনগণকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। আপনারা জনগণের জন্যই এসেছেন।’
আরও পড়ুন: আ.লীগ সরকার সংবিধানকে আওয়ামী সংবিধানে পরিণত করেছে: মির্জা ফখরুল
তিনি বলেন, ‘আপনার বেতনও জনগণের ট্র্যাক্সের টাকায় হয়, যা দিয়ে আপনি পরিবার চালান। শান্তিপূর্ণ সমাবেশকে বাধাগ্রস্ত করবেন না।’
তিনি সরকারের বেআইনি আদেশ মান্য করে বাছবিচার ছাড়াই বিরোধী নেতাকর্মীদের ওপর সরাসরি গুলি না করতে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।
ফখরুল বলেন, ‘র্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যদি আর কোন বাহিনী মানবাধিকার লঙ্ঘন ও আইন অমান্য করে একইভাবে তাদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।’
ফখরুল ব্যথিত যে দেশে কোন মানবাধিকার না থাকায় মানুষকে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গুলি করে হত্যা করার মতো তিনটি ঘটনা ঘটেছে।
প্রশাসনকে মানুষকে ক্ষেপিয়ে না তোলার সতর্কবার্তা দিয়ে দলটির পক্ষ থেকে বলা হয়, তাদের দল সার, জ্বালানি নিত্যপণ্যের মূল্য কমানোর জন্য শান্তিপূর্ণ আন্দোলন করছে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে তিনজন নেতা ভোলার নূরে আলম, আব্দুর রহিম ও নারায়ণগঞ্জের শাওন প্রধানকে গুলি করে হত্যা করেছে।
আরও পড়ুন: অচিরেই দেশব্যাপী সরকার পতন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে: মির্জা ফখরুল