তিনি বলেন, বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল, যারা ঐক্যফ্রন্টে আছে তাদের এ দেশের জনগণের ওপর আস্থা নেই। তাদের আস্থা আসলে বিদেশিদের প্রতি। এ জন্য প্রথমে তারা বিদেশিদের কাছে ধর্ণা দিয়েছে। জনগণ এসব গণবিচ্ছিন্ন, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় বসাবে না।
শুক্রবার কুষ্টিয়ায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়ার মামলায় রায় আগেই লেখা হয়েছে বলে বিএনপির অভিযোগ প্রসঙ্গে হানিফ বলেন, ‘বিএনপি তো এক সময় ক্ষমতায় ছিল। তাহলে কি তারা স্বীকার করছেন যে উনারা ক্ষমতায় থাকাকালে সব মামলার রায় আগেই লিখে দিত?’
দেশের আদালত স্বাধীনভাবে কাজ করছে এবং বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন রয়েছে বলে দাবি করেন এ আওয়ামী লীগ নেতা।
হানিফ আরও বলেন, মিথ্যাচার করে জনগণকে সাময়িকভাবে বোকা বানানো সম্ভব কিন্তু আদালতের রায় বা বিচার ব্যবস্থাকে পরিবর্তন করা সম্ভব নয়।
এসময় জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।