‘জাহিদুর রহমান দলের সিদ্ধান্ত লঙ্ঘন করে শপথ নিয়েছেন। তিনি অত্যন্ত গর্হিত কাজ করেছেন, তার বিরুদ্ধে আমরা অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেব। ব্যাপারটি নিয়ে আমরা মোটেও উদ্বিগ্ন নই এবং দলেও কোনো বিশৃঙ্খলা নেই,’ বলেন ফখরুল।
শুক্রবার জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ফখরুল বলেন, বাংলাদেশে বরাবরই এ ধরনের দল ভাঙার প্রচেষ্টা হয়েছে, ভেঙেছে। কিন্তু বিএনপির বিরুদ্ধে এ ধরনের প্রচেষ্টা করে কখনো কোনো লাভ হয়নি। বিএনপি সব সময়ই ফিরে এসে নিজের পায়ে দাঁড়িয়েছে।
দলের ভাঙনের ব্যাপারে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, তারা এটা নিয়ে চিন্তা করছেন না, কারণ তাদের বিশ্বাস বিএনপি জনগণের দল হিসেবে জনগণের কল্যাণে অসামান্য ভূমিকা পালন করে যাবে।
দলের অন্য নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেয়ার ব্যাপারে কিছু জানাননি জানিয়ে ফখরুল বলেন, ‘সংসদে না যাওয়ার যে সিদ্ধান্ত বিএনপির নেয়া ছিল, সেটাই বহাল আছে। আমরা শপথ নেব না এবং এ ব্যাপারে কোনো মতানৈক্য নেই।’
বিএনপির সংসদ সদস্য হিসেবে জাহিদের সংসদে যোগ দেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে তাদের দল স্পিকার বরাবর কোনো চিঠি দিয়েছে কি না জানতে চাইলে ফখরুল বলেন, দলের স্থায়ী কমিটি এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
জনগণের ভোটে নির্বাচিত না হয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য বর্তমান সরকার বিভিন্ন অগণতান্ত্রিক কৌশল প্রয়োগ করছেন বলেও অভিযোগ করেন তিনি।
তারা এখন কারাবন্দী চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে আন্দোলনে রয়েছেন জানিয়ে এ বিএনপি নেতা বলেন, জনগণকে সম্পৃক্ত করে আন্দোলন তীব্র করা হবে।
প্রসঙ্গত, ধানের শীষ প্রতীকে বিজয়ী বিএনপির সংসদ সদস্য জাহিদুর রহমান (ঠাকুরগাঁও-৩) গত বৃহস্পতিবার শপথ নিয়েছেন।