টাঙ্গাইল, ০৭ সেপ্টেম্বর (ইউএনবি)- টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার মধ্যরাতে টাঙ্গাইল শহরের বেপারী পাড়া নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
টাঙ্গাইল মডেল থানার ওসি সায়েদুর রহমান জানান, গত বুধবার টাঙ্গাইল শহরে বিএনপির নেতা-কর্মীরা নাশকতার ঘটনা ঘটায়। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালকে গ্রেপ্তার করা হয়েছে।