দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকের আইন (ডিজিটাল নিরাপত্তা আইন) আমরা মানি না। আসলে, এই সরকারের কোনো আইন আমরা মানি না। কারণ এগুলো এমন সংসদে পাস হয়েছে যার কোনো বৈধতা নেই।’
রাজধানীর একটি হোটেলে বিএনপি আয়োজিত ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি আরো বলেন, ‘এই সংসদ জনগণকে প্রতিনিধিত্ব করে না। কারণ এটি একটি অবৈধ সংসদ।’
অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, চীন, রাশিয়া, আফগানিস্তান, ফিলিস্তিন, তুরস্ক ও ভিয়েতনামসহ বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বর্তমান সরকারকে ‘প্রতারক’ আখ্যা দিয়ে ফখরুল বলেন, তারা ডিজিটাল নিরাপত্তা বিলের ‘বিতর্কিত’ অংশ সংশোধনের জন্য সম্পাদক পরিষদকে পদক্ষেপ নেয়ার বিষয়ে আশ্বস্ত করেছিল, কিন্তু তারা সংশোধন ছাড়াই আইন করেছে।
বিএনপি মহাসচিবের অভিযোগ, গণমাধ্যম যাতে সরকারের দুর্নীতি নিয়ে কোনো প্রতিবেদন প্রকাশ করতে না পারে সে জন্য তারা রক্ষাকবজ হিসেবে এই ‘কালো’ আইন প্রণয়ন করেছে।
বর্তমান সংসদের ২২তম অধিবেশনে পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা বিলটিকে আইনে পরিণত করতে সোমবার সম্মতি দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
সাইবার অপরাধ, ধর্মীয় অনভূতিতে আঘাত, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু নিয়ে নেতিবাচক প্রচারণা ঠেকাতে এবং অনলাইনের মাধ্যমে অবৈধভাবে গুজব ছড়ানোসহ বিভিন্ন অপরাধ মোকাবেলায় ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগ করা হবে।