বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার বলেছেন, গত সপ্তাহে ঢাকা সফরকালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু যে বিবৃতি দিয়েছেন তা নিয়ে সরকার মিথ্যাচার করেছে।
বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লু’র সফর প্রসঙ্গে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, যুক্তরাষ্ট্র তার অবস্থান পরিবর্তন করেছে এবং র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে বলে জনগণের সামনে জোর করে বার্তা দেয়ার জন্য এই সরকার গণমাধ্যমকে ব্যবহার করছে।
সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করতে চায়- এমন ধারণা তারা (সরকার) মিডিয়া ব্যবহার করে জনগণকে বোঝানোর চেষ্টা করেছে, যোগ করেন তিনি।
এই বিএনপি নেতা বলেন, ‘কিন্তু এ বিষয়ে গতকাল (১৭ জানুয়ারী) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের একজন কর্মকর্তার বক্তব্যই বিষয়টি ব্যাখ্যা করার জন্য যথেষ্ট। দূতাবাসের ওই বিবৃতিতে তা পরিষ্কার করা হয়েছে।’
ফখরুল বলেন, ‘এটা লজ্জাজনক যে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকা ত্যাগ করার সঙ্গে সঙ্গেই এই মিথ্যাচার করা হয়েছে এবং দূতাবাস তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদ করেছে,’ ফখরুল বলেন।
আরও পড়ুন: 'আমাদের শান্তিপূর্ণ আন্দোলন সরকারকে পতনে বাধ্য করবে': ফখরুল
লু’র সফর প্রসঙ্গে তিনি বলেন, বিদেশি শক্তির ওপর নির্ভর করে কখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না। এখানে সর্বদা গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে জনগণের ক্ষমতায়।
‘এবারও আপনি লক্ষ্য করেছেন যে জনগণ এই সরকারের বিরুদ্ধে উত্তেজিত হচ্ছে, জনগণ সব বাধা উপেক্ষা করে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছে।’
‘সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র, চীন বা রাশিয়া বা ভারত যাই বলুক না কেন, অবশ্যই একটি ভূ-রাজনৈতিক পরিস্থিতি রয়েছে। তবে আমরা যা লক্ষ্য করেছি তা হল এই সফরে গণতন্ত্রের প্রতি মার্কিন অঙ্গীকার অত্যন্ত দৃঢ়ভাবে ব্যক্ত হয়েছে।’
সুষ্ঠু নির্বাচন, একটি গ্রহণযোগ্য নির্বাচন, একটি অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি তারা দিয়েছেন।
র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে লু কিছু বলেননি। মন্ত্রীরা কীভাবে বলতে পারেন নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।’
ফখরুল বলেন, ‘এই নিষেধাজ্ঞা সরকারের ওপর চাপানো উচিত। এই সমস্ত বিষয়গুলি সরকারের নির্দেশে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে ... এটি যুক্তরাষ্ট্র চাপিয়ে দেয় কি না তা কোন বিষয় নয়। জনগণ এখন সরকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে।’
বিএনপির সঙ্গে বৈঠকের কোনো কর্মসূচি আছে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না, আমাদের সঙ্গে তার কোনো কর্মসূচি ছিল না। এবার অবশ্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেননি।
আরও পড়ুন: সরকারের দমনমূলক কৌশল বন্ধের দাবি বিএনপির