সরকার বিএনপি ও অন্যান্য বিরোধী দলের সভা-সমাবেশে বাধা সৃষ্টি করছে বলে দলটি অভিযোগ করেছে।
বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল এখন ১০ দফা দাবি আদায়ে আন্দোলনে নেমেছে। আমাদের কর্মসূচিতে যোগদানকারী আমাদের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষ আন্দোলনের কর্মসূচি পালন বা বাস্তবায়ন করতে গিয়ে সরকার ও পুলিশ প্রশাসনের বাধার সম্মুখীন হচ্ছেন।’
মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
এই বিএনপি নেতা আরও বলেন, সোমবার তাদের ১০ দফা দাবি আদায়ে এবং বিদ্যুতের শুল্ক ও মূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে তাদের দলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণ সমাবেশ ও মিছিলের কর্মসূচি পালন করার সময় পুলিশ প্রশাসন হামলা, নির্যাতন চালিয়েছে ও বাধা দিয়েছে।
এছাড়া অধিকাংশ বিভাগীয় শহর ও উপজেলা সদরে কর্মসূচি পালন না করার জন্য স্থানীয় প্রশাসন বিএনপি নেতাকর্মীদের ওপর চাপ সৃষ্টি করেছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: 'আমাদের শান্তিপূর্ণ আন্দোলন সরকারকে পতনে বাধ্য করবে': ফখরুল
বিএনপির পক্ষ থেকে সকল বাধা বিপত্তি উপেক্ষা করে জনগণকে সঙ্গে নিয়ে কর্মসূচি পালন করায় নেতাকর্মীদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, চট্টগ্রাম মহানগর, সীতাকুণ্ড, ময়মনসিংহের গৌরীপুর, মুক্তাগাছা, ঢাকার ধামরাই, নরসিংদীর পলাশ, সিলেটের গোয়াইনঘাট, সিরাজগঞ্জের উল্লাপাড়া, কুলিয়ারচর, ভৈরব, কিশোরগঞ্জ, কুষ্টিয়া, মাদারীপুরসহ কয়েকটি এলাকায় পুলিশ ও ক্ষমতাসীন দলের ক্যাডাররা বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে তাদের কর্মসূচি বানচাল করার চেষ্টা করে।
প্রিন্স বলেন, বিএনপির অনেক নেতাকর্মীকে আটক করে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। ‘আমরা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
তিনি অবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান। তিনি সরকারের প্রতি দমন-পীড়ন বন্ধ করে রাজনীতির স্বাভাবিক পথ খোলার আহ্বান জানান।
আরও পড়ুন: আগামী ২৫ জানুয়ারি দেশব্যাপী সমাবেশের ঘোষণা বিএনপির