আঙুলের ছাপ না মেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিতে পারেননি ঢাকা-১০ আসন উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন)।
সকাল ৯টা ৫০ মিনিটের দিকে তিনি কলাবাগান লেক সার্কাস বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন। কিন্তু আধা ঘণ্টারও বেশি সময় বিভিন্নভাবে চেষ্টা করেও তিনি ভোট দিতে পারেননি।
এ সময় ভোট দিতে তার আঙুলের ছাপ নেয়া হলে তা মেলেনি। এরপর ভোটার তালিকায় তার নামও খুঁজে পাওয়া যায়নি। ফলে আওয়ামী লীগ প্রার্থী ভোট না দিয়েই চলে যান।
নির্বাচন কমিশনের (ইসি) এক কর্মকর্তা জানান, শফিউল ইসলাম রাজধানীর উত্তরা এলাকার ভোটার ছিলেন। তফসিল ঘোষণার কিছু দিন আগে তিনি ঠিকানা স্থানান্তরের জন্য আবেদন করেন। কিন্তু ভোটার তালিকা আগেই চূড়ান্ত হয়ে গিয়েছিল। তাই তার নাম অন্তর্ভুক্ত না-ও হতে পারে বলে এ কর্মকর্তা জানান।