বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতির মামলায় নিম্ন আদালতের রায়ের প্রতিবাদে শুক্রবার রাজধানীসহ সারাদেশে সমাবেশ করবে বিএনপি।
বৃহস্পতিবার (৩ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, শুক্রবার দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ইউনিট এবং ঢাকা জেলা ইউনিটের আয়োজনে সমাবেশ শুরু হবে।
ফখরুল বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে বেআইনি ও অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। রায় ঘোষণার পরপরই হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে।’
তিনি বলেন, তাদের দলের সব মহানগর ও জেলা ইউনিট আদালতের রায়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে সমাবেশ করবে।
মহানগরের বিষয়ে তিনি বলেন, দলের জেলা ইউনিটগুলো সিটি ইউনিটের সঙ্গে যৌথভাবে সমাবেশের আয়োজন করবে।
আরও পড়ুন: রাজনৈতিক কর্মসূচিতে ‘হামলার’ বিষয়ে বিদেশি কূটনীতিকদের জানাল বিএনপি
এর আগে বুধবার ২০০৭ সালের দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নয় বছর ও তার স্ত্রী জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন ঢাকার একটি আদালত।
লন্ডনে অবস্থানরত তারেক ও জুবাইদার বিরুদ্ধে এ রায় দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক আসাদুজ্জামান।
একই সঙ্গে তারেককে ৩ কোটি টাকা ও জুবাইদাকে ৪৫ লাখ টাকা জরিমানা করেন আদালত।
রায় ঘোষণার কয়েক মিনিট পর বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, চেয়ারপার্সনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, আবদুস সালাম ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের সিনিয়র নেতাদের নিয়ে নয়াপল্টন এলাকায় বিক্ষোভ করেন বিএনপির অনুসারীরা।
রায়ের প্রতিবাদে বিএনপির বিভিন্ন নগর ও জেলা শাখাও একই ধরনের বিক্ষোভ করেছে।
নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ থেকে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম শুক্রবার নয়াপল্টনে সমাবেশ করার ঘোষণা দেন।
এ ছাড়া বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপির তিন সহযোগী সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল।
আরও পড়ুন: তারেক-জুবাইদার কারাদণ্ডের প্রতিবাদে শুক্রবার ঢাকায় বিএনপির সমাবেশ
প্রধানমন্ত্রীর নির্দেশে তারেক-জুবাইদার বিরুদ্ধে দুর্নীতির রায়: বিএনপি