এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এবং সাথে ছিলেন ব্যারিস্টার সাইদুল আলম খান।
আইনজীবী ইউনুছ আলী বলেন, 'ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ'কে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এর আগে জারি করা এ সংক্রান্ত রুল যথাযথ ঘোষণা করে হাইকোরেটর দ্বৈত বেঞ্চ এই আদেশ দেয়।
আইনজীবী আফরোজা তানজিম বলেন, ‘আরপিও বিধিমালা যথাযথভাবে পালন করা সত্ত্বেও সাংবিধানিক অধিকার লংঘন করে নির্বাচন কমিশন। তাই আমরা রিট করি। ওই রিটের শুনানি নিয়ে আদালত দলটিকে নিবন্ধন দেয়ার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেন।'
এর আগে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের দাবি জানিয়ে আবেদন করেন নতুন রাজনৈতিক দল ‘ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ’। রিট আবেদনে বলা হয়, সব শর্ত পূরণ করা সত্ত্বেও নির্বাচন কমিশন কোনো কারণ ছাড়াই তাদের নিবন্ধিত করেনি।
নিবন্ধ না পেয়ে দলের মহাসচিব মো. রেহান আফজাল (রাহবার) এর পক্ষে আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ রিট করেন।
রিটের বিবাদীরা হলেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন সচিব ও নির্বাচন কমিশনের উপ সচিব।