শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, ‘আমাদের দাবি না মেনে যদি তফসিল ঘোষণা করা হয়, তাহলে বাংলাদেশে প্রতিবাদের ঝড় উঠবে।’
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও অন্যান্য বন্দী নেতাদের মুক্তির দাবিতে এই সভার আয়োজন করা হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ বলেন, আমরা জনগণকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে সরকারকে বাধ্য করব। জাতীয় ঐক্য ছাড়া বর্তমান ‘ফ্যাসিস্ট’ সরকারকে উৎখাত করা সম্ভব নয়। শক্তিশালী ঐক্যের মাধ্যমে আমরা সরকারের সকল ষড়যন্ত্র নষ্ট করে দেব।
আগামী নির্বাচনের আগে দলের নেতাকর্মীদের নিপীড়ন ও হয়রানি করার জন্য সরকারের সমালোচনা করে তিনি বলেন, শীর্ষ নেতা থেকে তৃণমূল পর্যায়ের নেতাদের বিরুদ্ধে গায়েবি মামলা দেয়া হয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ বিপুল ভোটে পরাজিত হবে। সেজন্য তারা বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন মামলা দিয়ে তাদের নির্বাচন থেকে দূরে রাখার পরিকল্পনা নিয়েছে।
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রক্রিয়া, জেএসডি, নাগরিক ঐক্য ও বিএনপি মিলে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে। নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন আয়োজনসহ সাতদফা দাবি জানিয়েছে তারা।