নিজ বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি করোনার নমুনা পরীক্ষাসহ চিকিৎসা সংশ্লিষ্ট সংস্থাসমূহের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, নমুনা গ্রহণ ও ফলাফল প্রদানে দেরি হওয়ায় অনেক রোগী ও আত্মীয়-স্বজনের যেমন উদ্বেগ বাড়ছে তেমনি মনোবল হারানোর পরিস্থিতি তৈরি হচ্ছে।
‘কিছু হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে অপ্রয়োজনীয় ও অযৌক্তিক পরীক্ষা-নিরীক্ষা দিয়ে রোগীদের ভোগান্তি বাড়ানোর অভিযোগ রয়েছে,’ যোগ করেন তিনি। মন্ত্রী এ দুর্যোগকালে মানবিকতার দৃষ্টান্ত স্থাপনে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
সরকারের বিরুদ্ধে বিরাজনীতিকরণের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এ সংকটকালে সরকার কোনো রাজনীতি করছে না। আওয়ামী লীগও দিচ্ছে না কোনো রাজনৈতিক কর্মসূচি। এখন রাজনীতি হচ্ছে করোনার সংক্রমণ রোধ ও মানুষকে বাঁচানো।
তিনি বলেন, সরকারের নয়, নেতিবাচক রাজনীতির জন্য বিএনপিরই দেয়ালে পিঠ ঠেকে গেছে। ‘তাই বক্তৃতা-বিবৃতি দিয়ে সরকারের অন্ধ সমালোচনা ছাড়া বিএনপির এখন আর কোনো রাজনীতি নেই,’ যোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এমন প্রতিকূল সময়ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ পঁয়ত্রিশ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। রেমিটেন্স প্রবাহের গতি অব্যাহত রয়েছে। তিনি এসময়ে বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে জনবল ছাঁটাই না করার আহ্বান জানান।
‘১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে জাতি যেমনি লক্ষ্য অর্জন করেছে তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পারম্পরিক সহমর্মিতা, ত্যাগ ও স্বাস্থ্যবিধি প্রতিপালনের মাধ্যমে করোনার আঁধার থেকে আলোকিত উত্তরণের পথে জাতি এগিয়ে যাবে,’ বলেন তিনি।