প্রকাশিত হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী দেশে নিবন্ধিত ভোটার সংখ্যা ১২ কেটি ৬৪ লাখ ৭ হাজার ৫০৪ জন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
রবিবার (৩১ আগস্ট) হালনাগাদ তালিকা প্রকাশ উপলক্ষে রাজধানীর নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।
তিনি বলেন, ‘এখন দেশে নিবন্ধিত ভোটার সংখ্যা ১২ দশমিক ৬৪ কোটি (১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন) হয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন এবং নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩০ জন।
ইসি আখতার বলেন, নির্বাচন কমিশ এবছর (২০২৫) মোট তিনটি ভোটার তালিকা প্রকাশ করবে। ‘প্রথমটি ২ মার্চ, দ্বিতীয়টি আজ (৩১ আগস্ট) প্রকাশ করা হলো। আর আরেকটি সম্পূরক তালিকা আগামী ৩১ অক্টোবর প্রকাশ করা হবে।’
গত ২ মার্চ হালনাগাদ প্রকাশ করা ভোটার তালিকায় দেশের ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪। এর মধ্যে ৬ কোটি ৩৩ লাখ, ৬১ হাজার ৬১৫ জন পুরুষ এবং নারী ভোটার ছিল ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৫ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার ছিল ৯৯৪ জন।
রবিবার (৩১ আগস্ট, ২০২৫) প্রকাশিত সর্বশেষ হালনাগাদ তালিকায় ভোটারদের সংখ্যা ২৪ লাখ ৩৮ হাজার ৬২৬ জন বৃদ্ধি পেয়েছে কারণ ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন নতুন ভোটার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। আর ভোটারদের মৃত্যুসহ নানা কারণে তালিকা থেকে বাদ পড়েছেন ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন ভোটার।
আরও পড়ুন: আগামী সংসদ নির্বাচন সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে: ইসি আনোয়ারুল
ইসি সচিব বলেন, পরবর্তী সাধারণ নির্বাচনের আগে চলতি বছরের ৩১ অক্টোবরের মধ্যে ১৮ বছর পূর্ণকারী তরুণদের ভোটার হিসেবে তালিকাভুক্ত করতে ইসি আরেকটি সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করবে।
তিনি আরও বলেন, পরবর্তী সম্পূরক তালিকার পর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটার তালিকাই চূড়ান্ত তালিকা হবে।
তিনি বলেন, আগামী নির্বাচনে শারীরিকভাবে প্রতিবন্ধী এবং দৃষ্টি প্রতিবন্ধী ভোটারদের ভোটকেন্দ্রে প্রবেশাধিকার সহজতর করার মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে কমিশন একটি প্রস্তাব তৈরির কাজ করছে।
শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটদানে সহায়তার জন্য স্বেচ্ছাসেবকদের নিয়োগ করা হবে—এমন ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘আমরা ইউএনডিপির মতো উন্নয়ন অংশীদারসহ অংশীজনদের সঙ্গে পরামর্শ করছি। কিছু প্রস্তাব এখনও পর্যালোচনা করা হচ্ছে।’