নাটোরের গুরুদাসপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে মঙ্গলবার অন্তত সাতজন আহত হয়েছেন।
ভাঙচুর করা হয়েছে যুবলীগ নেতার বাড়ি।
গুরুদাসপুর থানার ওসি মোজাহারুল ইসলাম জানান, উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন সকালে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে তার ইউনিয়নের বিন্দাবাড়ি এলাকায় যান। এসময় তাকে লাঞ্ছিত করেন উপজেলা যুবলীগের সহ সভাপতি বজলুর রশিদ।
এ খবর ছড়িয়ে পড়লে চেয়ারম্যান সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বজলুর রশিদ ও তার সমর্থকদের ওপর। এসময় বজলুর রশিদের বাড়িসহ ৩টি বাড়ি ভাঙচুর করা হয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে ইউপি চেয়ারম্যানকে থানায় নেয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি।