তিনি বলেন, ‘যে অপরাধী, সে অপরাধীই, এ ব্যাপারে কোনো দলমত নেই। ধর্ষণ ইস্যু নিয়ে রাজনীতি করার কিছু নেই।’
রবিবার ভোলা জেলা আইন শৃঙ্খলা কমিটির ভার্চুয়াল সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘যারা ধর্ষণ করে, শিশু নির্যাতন করবে তাদের ব্যাপারে কোনো সালিস নাই। কারণ সালিস করে কিছু টাকা জরিমানা করা বিচার হতে পারে না। আইন অনুযায়ী তাদের সাজা ভোগ করতেই হবে।’
‘৩০ লাখ শহীদ রক্ত দিয়ে বাংলাদেশ সৃষ্টি করেছে সেই বাংলাদেশে আজকে নারী নির্যাতন, শিশু অপহরণ, পাশবিক অত্যাচার হতে পারে না। দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে,’ বলেন তিনি।
ভোলায় যেন এ ধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশ সুপারকে নির্দেশ দেন তোফায়েল আহমেদ।
ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণের জন্য মন্ত্রী পরিষদ অর্থনৈতিক বিষয়ক বৈঠকে অনুমোদন পাওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, ‘আমাদের দীর্ঘ দিনের স্বপ্ন সফল হতে চলেছে। আজকের বাংলাদেশ আর্ন্তজাতিক বিশ্বে মর্যাদাশীল বাংলাদেশ। আমাদের প্রধানমন্ত্রী আজ বাংলাদেশেরই শুধু নন, আর্ন্তজাতিক বিশ্বে একজন মর্যাদাশালী নেতা।’
ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আল ছিদ্দিকের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, উপজেলা চেয়ারম্যান সেলিনা রহমান চৌধুরী, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী, সমাজসেবা উপপরিচালক মো. নজরুল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা তৌহিদুল আলম, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, জেলা শিক্ষা কর্মকর্তা মাধম চন্দ্র দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য দেন।