ভোলা
ভোলায় ধান সেদ্ধ করার বয়লার বিস্ফোরণে নিহত ১, আহত ২
ভোলায় ধান সেদ্ধ করার বয়লার বিস্ফোরণে মো. আল-আমিন নামে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ফিরোজ ও ব্রয়লার মিল মালিক মনির।
শুক্রবার (১৫ নভেম্বর) শুক্রবার ভোর ৫টার দিকে চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের ২ নম্বর চর আফজাল গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত মো. আল-আমিন ধান সেদ্ধ করার বয়লারে কাজ করতেন। আহত ফিরোজ এবং আল-আমিন আপন দুই ভাই।
আরও পড়ুন: নিখোঁজের ৭ দিন পর শিশু মুনতাহার লাশ উদ্ধার
স্থানীয়রা জানান, তিনদিন আগে ধান সেদ্ধ করার চুল্লিটি তৈরি করা হয়েছে। এছাড়া প্রতিদিন ভোর ৫টার দিকে আগুন দেওয়া হয় চুল্লিতে।
এলাকাবাসীরা জানান, ভোর ৫টার দিকে হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায়। দৌড়ে এসে ঘটনাস্থলে দেখতে পাই নিহত ও আহতরা পড়ে আছে।
বিস্ফোরণে ধান সেদ্ধ করার চুল্লির পাইপ অন্তত ৪ থেকে ৫ গজ দূরে গিয়ে ছিটকে পড়ে। ছিন্নভিন্ন ইটের টুকরোগুলো পড়ে আছে পুরো মাঠ জুড়ে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চরফ্যাশন সদর হাসপাতালে নিয়ে গেলে আল-আমিনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
আহত ফিরোজকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়। মিল মালিক মনির চরফ্যাশন সদর হাসপাতালে চিকিৎসাধীন।
চরফ্যাসন থানার উপপরিদর্শক (এসআই) ছিদ্দিকুর রহমান বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: কুমিল্লায় পুকুরে ডুবে নিখোঁজ হওয়ার ২০ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার
৫ দিন আগে
ধার-দেনা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ভোলার দুই লক্ষাধিক জেলের
ইলিশ মাছের প্রজনন বাড়াতে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে রবিবার মধ্যরাত থেকে শুরু হয়েছে ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে মাছ ধরা। ভোলার দুই লক্ষাধিক জেলে নতুন উদ্যমে নদীতে মাছ ধরতে নেমে পড়েছেন। মাছঘাট ও জেলে পল্লিতে দেখা গেছে খুশির আমেজ। বিগত দিনের ধার-দেনা মিটিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন জেলেরা।
রবিবার নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগে কয়েকদিন ধরে চলে জেলেদের প্রস্তুতি। ভোলা সদর উপজেলার ইলিশা মেঘনা নদীর মাছঘাটে চোখে পড়ছিল জেলেদের প্রস্তুতি। কেউ নৌকা মেরামত করছিলেন, কেউবা ট্রলারে রং (আলকাতরা) করছিলেন। আবার কেউ শেষ সময়ে ইঞ্জিনের খুঁটিনাটি ত্রুটিগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখছিলেন। জেলেরা তাদের নৌকা, জাল গুছিয়ে সব প্রস্তুতি সম্পন্ন করেন। তবে অপেক্ষার অবসান ঘটে রবিবার রাত ১২টার পর। নৌকা ও ট্রলার নিয়ে নদীতে মাছ ধরতে নেমে পড়েন জেলেরা। প্রচুর পরিমাণে ইলিশ পেলে ২২ দিনের ক্ষতি পুষিয়ে সব ধার-দেনা কাটিয়ে উঠার স্বপ্ন দেখছেন জেলেরা। মাছের আড়ৎগুলোতে আবার প্রাণচাঞ্চল্য ফিরে আসবে এমনটাই মনে করছেন আড়ৎদাররাও।
জেলেরা জানিয়েছেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার জন্য গেল ১৩ অক্টোবর থেকে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞার জারি করা হয়। মাছ ধরা বন্ধ থাকায় ভোলার দুই লক্ষাধিক জেলে বেকার হয়ে পড়ে। বিকল্প কোনো কর্ম সংস্থান না থাকায় পরিবার পরিজন নিয়ে গত ২২ দিন জেলেদের চরম দুর্ভোগে দিন কাটে। অনেকে ধার-দেনা করে সংসার চালাতে বাধ্য হয়েছেন। তবে এখন সময় এসেছে ক্ষতি পুষিয়ে নেওয়ার। প্রত্যাশা অনুযায়ী মাছ পেলে ঋণ শোধ করে ঘুরে দাঁড়াতে পারবেন বলে মনে করছেন জেলেরা।
মৎস্য বিভাগের হিসেবে, ভোলায় নিবন্ধিত জেলের সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ৬৪৭ জন। এর মধ্যে নিষেধাজ্ঞা চলাকালীন সরকারি ভিজিএফের ২৫ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয় ১ লাখ ৪০ হাজার ৯০০ জেলের জন্য। নিবন্ধিত জেলের বাইরে আরও লক্ষাধিক জেলে রয়েছেন। তাই সব জেলের ভাগ্যে চাল জুটেনি।
২ সপ্তাহ আগে
ভোলায় আরও ১৯টি গ্যাসকূপ খনন করা হবে: জ্বালানি উপদেষ্টা
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, আগামী ২০২৫ সালের মধ্যে আরও ৫টি এবং ২০২৮ সালের মধ্যে আরও ১৪টি গ্যাসকূপসহ মোট ১৯টি কূপ খনন করা হবে।
তিনি বলেন, এসব কূপ খননের দায়িত্ব আগের মতো পছন্দের লোককে দেওয়া হবে না। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে খননের দায়িত্ব দেওয়া হবে।
শুক্রবার (১ নভেম্বর) ভোলায় ইলিশা কূপ-১ পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির এসব কথা বলেন।
আরও পড়ুন: স্পিকারের কার্যালয়ের আর্থিক ও প্রশাসনিক বিষয়গুলো তত্ত্বাবধান করবেন আইন উপদেষ্টা
তিনি বলেন, দেশে গ্যাসের তীব্র সংকট। দরকার ৪ হাজার এমএমসি। স্থানীয় এবং আমদানি মিলিয়ে ৩ হাজার এমএমসি গ্যাস পাওয়া যাচ্ছে।
উপদেষ্টা আরও বলেন, ঘাটতি মোকাবিলায় বছরে প্রায় ৬ হাজার কোটি টাকার এলএমজি গ্যাস আমদানি করি। এছাড়া ভোলায় আরও গ্যাস পাওয়া যায় কিনা তা দেখার জন্য আজকের এই সফর।
তিনি বলেন, ভোলায় আবিষ্কৃত গ্যাস থেকে বাণিজ্যিক সংযোগ দেওয়া অব্যাহত রয়েছে। গ্যাস ব্যবহার করে আরও অধিক পরিমাণে কলকারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে। গ্যাসের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।
পরে তিনি বোরহানউদ্দিন শাহবাজপুর গ্যাসফিল্ড, বোরহানউদ্দিন উপজেলায় স্থাপিত গ্যাসভিত্তিক ২২০ মেগাওয়াট উৎপাদন প্লান্ট ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কম্বাইন সাইকেল ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন।
এছাড়া গ্যাস সরবরাহের দায়িত্বে থাকা সুন্দরবন গ্যাস কোম্পানির ডিআরএস ও সিএনজি স্থাপনাকেন্দ্রের অগ্রগতি পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ সচিব ফারজানা মমতাজ, জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার।
এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আজাদ জাহান, বাপেক্স কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আরও পড়ুন: রিজার্ভ বাড়ছে, অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে: বাণিজ্য উপদেষ্টা
২ সপ্তাহ আগে
ভোলায় ম্যাজিস্ট্রেট-পুলিশের ওপর হামলা, আটক ৫৩
ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হাতে হামলার শিকার হয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানসহ আরও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
রবিবার (২৭ অক্টোবর) বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা: আ. লীগ নেতা গ্রেপ্তার
এছাড়া লালমোহন উপজেলার মেঘনায় পৃথক অভিযানে ৫৩ জেলেকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৯ জনকে কারাদণ্ড, ৩৩ জনকে জরিমানা করা হয়। এসময় ৩৫ হাজার মিটার জাল ও ১০টি ট্রলার জব্দ করা হয়েছে।
পুলিশ ও সংশ্লিষ্টরা জানিয়েছেন, মা ইলিশ রক্ষা অভিযানে বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানসহ পুলিশের ওপর হামলা চালিয়েছে জেলেরা। এতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) হেলাল ও একজন পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। এসময় দুটি নৌকা জব্দ করা হয়। এসময় ২৫ জন জেলে পালিয়ে গেলেও শাকিল নামে এক জেলেকে আটক করেছে পুলিশ।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছিদ্দিকুর রহমান বলেন, আটক জেলে শাকিলকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, বেশিরভাগ অপরাধী পালিয়ে যাওয়ায় মৎস কর্মকর্তা বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেছেন।
অপরদিকে মা ইলিশ রক্ষা অভিযানে লালমোহনের মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে ৫২ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন।
রবিবার (২৭ অক্টোবর) রাতে থেকে সোমবার (২৮ অক্টোবর) সকাল পর্যন্ত সর্বমোট পাঁচটি অভিযানে এদের আটক করা হয়। আটকদের মধ্যে ৯ জেলেকে কারাদণ্ড, বাকিদের জরিমানা ও মুচলেকা নিয়ে ছেড়ে দেয় ভ্রাম্যমান আদালত। বিপুল পরিমান জাল, নৌকা ও মাছ জব্দ করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, মা ইলিশ রক্ষা অভিযানে লালমোহনের মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে ৫২ জন জেলেকে আটক করা হয়। এর মধ্যে ৯ জেলেকে ৫ দিন করে বিনাশ্রমে কারাদণ্ড, ৩৩ জনকে ৫ হাজার টাকা করে সর্বমোট ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা ও ১০ জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। এসময় ৩৫ হজার মিটার জাল, ৮টি নৌকা ও ৭০ কেজি মাছ জব্দ করা হয়।
আরও পড়ুন: ফেনীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার
৩ সপ্তাহ আগে
ঘূর্ণিঝড় ‘দানা’: ভোলায় প্রস্তুত ৮৬৯ আশ্রয়কেন্দ্র
ঘূর্ণিঝড় দানার প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। সকাল থেকে বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। এছাড়া মাছ ধরার ট্রলারগুলো নিরাপদে সরিয়ে আনার জন্য কাজ করছে প্রশাসন। এদিকে ঝড়ের পূর্বাভাসে বেড়িবাঁধ ও চরাঞ্চল এলাকার মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে।
ঘূর্ণিঝড় মোকাবিলায় বুধবার (২৩ অক্টোবর) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে: উপদেষ্টা
এসময় জেলা প্রশাসক মো. আজাদ জাহান বলেন, ইতোমধ্যে জেলায় ৮৬৯টি আশ্রয়কেন্দ্র ও ১৪টি মাটির কিল্লা প্রস্তুত করা হয়েছে। ১৩ হাজার ৮৬০ জন সিপিপির স্বেচ্ছাসেবক সদস্য ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, গঠন করা হয়েছে ৮টি কন্ট্রোল রুম। পাশাপাশি গঠন করা হয়েছে মেডিকেল টিম। এছাড়া জেলার বিচ্ছিন্ন ঝুঁকিপূর্ণ চরাঞ্চলের লক্ষাধিক বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনার জন্য প্রস্তুতি নিয়েছে প্রশাসন।
তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে মজুদ রয়েছে ৫৮৪ মেট্রিকটন চাল, ৩৫০ প্যাকেট শুকনো খাবার ও নগদ অর্থ রয়েছে ৯ লাখ টাকার বেশি। এছাড়া প্রয়োজনে সব ধরনের সহায়তার ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয় এই সভা থেকে।
আরও পড়ুন: উত্তর-ময়মনসিংহের বন্যার্ত কৃষকদের ত্রাণ সহায়তা চেয়েছে বিএনপি
৪ সপ্তাহ আগে
ছাত্র-জনতা আন্দোলনের সুফল পেতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান নৌপ্রধানের
বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, ছাত্র-জনতা সফল আন্দোলনের মাধ্যমে দেশে যে পরিবর্তন নিয়ে এসেছে এ পরিবর্তনের সুফল যাতে দেশ ও জনগণ পায় সেজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় ভোলা সার্কিট হাউজে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে বিশেষ সভায় এ কথা বলেন তিনি।
নৌপ্রধান আরও বলেন, ‘সশস্ত্র বাহিনী সব সময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা বেসামরিক প্রশাসনকে যথাযথ সহায়তা দিয়ে থাকি। দেশের আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে বর্তমানে যৌথ বাহিনীর কার্যক্রম চলছে। অবৈধ অস্ত্র উদ্ধারসহ অন্যান্য কার্যক্রমে সহায়তা করে যাচ্ছি এবং যতদূর পর্যন্ত এটার প্রয়োজন হবে সরকারি নির্দেশনা মোতাবেক আমরা সেই সহায়তা করে যাব।’
৫ আগস্টের পর দেশের বিভিন্ন সহিংসতার বিষয়ে নৌবাহিনী প্রধান আরও বলেন, ‘সারাদেশে বেশ কিছু অরাজকতা ও নাশকতা হয়েছে যা দুঃখজনক। কে বা কারা জড়িত ছিল, অনেক চিহ্নিত সন্ত্রাসী, অনেকে প্রতিহিংসা বা আক্রোশের চরিতার্থ করেছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে এ অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে এ ধরনের সহিংসতা অনেকটাই কমে এসেছে।’
আরও পড়ুন: নৌপ্রধান এম নাজমুল হাসানের অ্যাডমিরাল পদে পদোন্নতি
নাজমুল হাসান বলেন, ‘আমার বিশ্বাস আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সবাই মিলে কার্যক্রম জোরদার করলে অস্থিরতা অনেকটাই কমে আসবে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান করব সামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবেন।’
সভায় বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী, জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামানসহ বিভিন্ন দপ্তর প্রধানরা ছিলেন।
আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ
২ মাস আগে
ভোলায় ৯ হাজার ৮০০ ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১
ভোলার বোরহানউদ্দিনে মাদক বহনের অভিযোগে আলাউদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৯ হাজার ৮০০ ইয়াবা জব্দের দাবি করেছে পুলিশ।
শনিবার (১৩ জুলাই) রাতে উপজেলার টবগী ইউনিয়নের হাকিমুদ্দিন বেড়ীবাঁধ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (১৪ জুলাই) দুপুরে ভোলা পুলিশ সুপারের কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মামুনুর রশীদ জানান, বোরহানউদ্দিন মডেল থানার পুলিশ সদস্যরা হাকিমুদ্দিন বেড়িবাঁধ এলাকার চৌরাস্তায় চেকপোস্টে একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশাকে তল্লাশি চালিয়ে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বোরহানউদ্দিন মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। এই ইয়াবা ব্যবসা চক্রের মূল হোতাকে শনাক্ত করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: সোনারগাঁওয়ে ২৩৮৯২ ইয়াবা জব্দ, যুবক গ্রেপ্তার
সিরাজগঞ্জে ইয়াবা জব্দ, গ্রেপ্তার ২
৪ মাস আগে
ভোলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ভোলার মনপুরা উপজেলায় পুকুরের পানিতে ডুবে শামিম নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৫ জুন) দুপুরে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: সিলেটে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
নিহত শামিমের স্বজনরা জানান, শামিমকে ঘরে রেখে তার মা ভোট দিতে যান। ভোট দিয়ে এসে শামিমকে না পেয়ে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে তাদের বাড়ির পুকুরে শামিমকে ভাসতে দেখে। পরে তাকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসা মৃত ঘোষণা করেন।
মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. কবির হোসেন বলেন, পুকুরের পানিতে ডুবে শামিম মারা গেছে।
আরও পড়ুন: ময়মনসিংহে আম কুড়াতে গিয়ে পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু
রাজশাহীতে খালের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
৫ মাস আগে
ঘূর্ণিঝড় রিমাল: ভোলার নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি ২০ হাজার মানুষ
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভোলার চরফ্যাশন উপজেলার সাগর মোহনার দুর্গম ঢাল চর ও চর কুকরি মুকরি ইউনিয়নের বিচ্ছিন্ন চরাঞ্চল অস্বাভাবিক জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।
এতে করে জোয়ারের অন্তত ৫ ফুট পানিতে প্রায় ২০ হাজার লোক পানি বন্দি হয়ে পড়েছে। অসংখ্য কাঁচাঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে।
মেঘনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রভাহিত হচ্ছে। এতে করে পানি উন্নয়ন বোর্ডের বেড়ি বাধ হুমকির মুখে পড়েছে।
আরও পড়ুন: আজ সন্ধ্যায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় 'রিমাল'
ঢাল চর ইউনিয়নের চেয়ারম্যান আবদুস সালাম বলেন, তার ইউনিয়নের কোনো আশ্রয়কেন্দ্র নেই। সেখানে জোয়ারে পানিতে প্রায় ১২ হাজার লোক পানিবন্দি অবস্থায় রয়েছে। নদী উত্তাল হওয়ায় সেখান থেকে মূল ভূখণ্ডে মানুষকে সরিয়ে আনা সম্ভব হচ্ছে না। তবে কিছু লোক পুলিশ তদন্ত কেন্দ্র আশ্রয় নিয়েছে। রাতের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। তার এলাকার বহু কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
স্থানীয়রা জানান, চরে অতি জোয়ারের পানিতে মানুষের দুর্ভোগ চরমে।
পর্যটন এলাকা কুকরি মুকরি ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসেম বলেন, তার এলাকায় বেড়িবাঁধের বাইরে চর পাতিলাসহ বিভিন্ন এলাক প্রায় সাত হাজার লোক পানিবন্দি অবস্থায় রয়েছে। অনেক আশ্রয় কেন্দ্রে আসছে। উঁচু স্থানে গবাদি পশু আশ্রয় নিয়েছে। তাদের শুকনো খাবারের ব্যবস্থা করা হচ্ছে। সেখানে কাচা ঘর বাড়ি ব্যাপক ক্ষতি হয়েছে। মনপুরার হাজিরহাট ইউনিয়নের দাসের হাটে নিম্ন অঞ্চল, কলাতলি, চর সামসুদ্দিন ও কাজির চর, চর নিজাম চার থেতদকে পাঁচ ফুট পানিতে প্লাবিত।
এদিকে ঘুর্ণিঝড় রেমালের প্রভাবে সকাল থেকে হালকা বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। পাশাপাশি উত্তাল হয়ে উঠে মেঘনা নদী।
নদী ও সাগর তীরবর্তী এলাকায় থাকা মাছ ধরা ট্রলারগুলো নিরাপদে সরিয়ে আনার জন্য স্বেচ্ছাসেবক কোস্টগার্ড সতর্ক বার্তা প্রচার করেছে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় রিমাল: খুলনার উপকূলীয় এলাকায় বৃষ্টি-জলোচ্ছ্বাস
৫ মাস আগে
ভোলায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের অভিযোগ
ভোলা সদর উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাইকে খুনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরেক ছোট ভাই মজনু।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের দক্ষিণ রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।
নিহত আবদুল মালেক (৭০) ও অভিযুক্ত তাজল ইসলাম ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, দক্ষিণ রতনপুর গ্রামের আবদুল মালেক ও তার ছোট ভাই তাজল ইসলামের মধ্যে জমি-জমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। পূর্ব বিরোধের পাশাপাশি নির্বাচনি ফলাফল নিয়ে বৃস্পতিবার সকালে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি ও বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।
এসময় তাজলের পরিবারের লোকজনের হামলায় আবদুল মালেক মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় ও গুরুতর আহত হন তাজলের আরেক ছোট ভাই মজনু।
পরে আহত মজনুকে ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে ঘটনার পর পর পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার সাংবাদিকদের জানান, জমিজমাসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে আবদুল মালেক নিহত হন।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিঞা জানান, জমির বিরোধ নিয়ে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। এছাড়াও দুইজনকে আটক করা হয়েছে।
৫ মাস আগে