জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ মঙ্গলবার দলটির বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরকে পদ থেকে অব্যাহতি দিয়ে নিজেকে চেয়ারম্যান ঘোষণা করেছেন।
সংসদে বিরোধী দলীয় নেতা রওশন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমি বেগম রওশন এরশাদ, এমপি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কো-চেয়ারম্যান এই মর্মে ঘোষণা করছি যে পার্টির সিনিয়র নেতাদের পরামর্শে ও সিদ্ধান্তক্রমে দলের গতিশীলতা বজায় রাখার স্বার্থে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম।’
আরও পড়ুন: বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: জিএম কাদের
রবিবার জিএম কাদের ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতাদের সঙ্গে বৈঠক করতে ৩ দিনের সফরে ভারতের নয়াদিল্লি যান এবং আজ (মঙ্গলবার) তার দেশে ফেরার কথা রয়েছে।
বর্তমান সরকারের অধীনে আগামী নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে দলের অস্পষ্ট অবস্থানের মধ্যে রওশন শনিবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।
দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় পার্টির ৪ কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সালমা ইসলাম ও আবু হোসেন বাবলা গত ডিসেম্বরে রওশনকে লেখা এক চিঠিতে জিএম কাদেরের ওপর আস্থাহীনতার কথা উল্লেখ করে দলের চেয়ারপার্সনের দায়িত্ব নেওয়ার অনুরোধ করেন।
তারা বলেন, জিএম কাদেরের দল পরিচালনায় অযোগ্যতা ও অসাংবিধানিক মনোভাবের কারণে তাকে চেয়ারম্যানের পদ থেকে অপসারণের সিদ্ধান্ত নেন রওশন।
আরও পড়ুন: দেশের স্বার্থে আমরা সব ত্যাগ করতে প্রস্তুত: জিএম কাদের
তবে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এক ভিডিও বার্তায় দাবি করেছেন, জিএম কাদেরকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া ভুয়া খবর।
তিনি বলেন, তিনি কো-চেয়ারম্যানদের সঙ্গে কথা বলেছেন যাদের নাম ব্যবহার করা হয়েছে এবং তারা তাকে আশ্বস্ত করেছেন যে তারা এ জাতীয় কোনো সিদ্ধান্ত নেননি এবং তারা এ জাতীয় কোনো চিঠিতে সই করেননি।
চুন্নু বলেন, দলীয় সনদ অনুযায়ী কেউ চেয়ারম্যান হতে পারবেন না এবং তার ইচ্ছামতো কাউকে অপসারণ করতে পারবেন না। এটা নিয়ম অনুযায়ী করতে হবে।
জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি ঐক্যবদ্ধ রয়েছে বলে দাবি করেন তিনি।
চুন্নু মনে করেন, এর আগে দল থেকে বহিষ্কৃত কিছু মানুষ রওশনের নাম ব্যবহার করে ভুয়া খবর ছড়িয়েছে।
আরও পড়ুন: জনগণের আস্থা ফেরাতে না পারলে মানুষ ভোটকেন্দ্রে যাবে না: জিএম কাদের