রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে (ইসি) নতুন নিবন্ধন পাওয়া ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করেছে।
রবিবার (২৫ জুন) নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলমের কাছ ৪৬ নম্বর নিবন্ধিত নতুন রাজনৈতিক দল হিসেবে 'নিবন্ধন’ সনদ গ্রহণ করেন সংগঠনটির মহাসচিব শেখ রেহান আফজাল রাহবার'।
এ সময় দলের চেয়ারম্যান ও প্রবর্তক ইমাম আবু হায়াত, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, সভাপতিমন্ডলীর সদস্য - আবু আবরার চিশতী, আহমেদ শাহ মোর্শেদ ও আউয়াল কাদরী, দপ্তর সম্পাদক মাইনুদ্দীন টিটু, অর্থ সম্পাদক মিজানুর রহমান আখন্দ, আন্ত:রাষ্ট্রীয় সমন্বয় সম্পাদক এস এম মারুফ উদ্দিন।
আরও পড়ুন: এনআইডি নিবন্ধন ইসি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তরের খসড়া বিল মন্ত্রিসভায় অনুমোদন
উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে এই দলকে নিবন্ধন দিয়েছে ইসি। গত ৯ মে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
ইসি সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, আপিল বিভাগের রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব আদেশের বিধান অনুযায়ী ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিয়েছে। এই দলের প্রতীক ‘আপেল’। দলটির কেন্দ্রীয় কার্যালয় রাজধানীর গুলশানে।
আরও পড়ুন: নাজমুল হুদাকে ‘তৃণমূল বিএনপি’র নিবন্ধন দেয়ার রায় আপিলে বহাল
কোনো দলকে দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিতে হলে ইসিতে নিবন্ধিত হতে হয়। নতুন এই দলসহ এখন ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়াচ্ছে ৪২। বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত কোনো নতুন দলকে নিজেরা সরাসরি নিবন্ধন দেয়নি। যে দলগুলো নিবন্ধনের জন্য আবেদন করেছে, এর মধ্যে ১২টি দলের মাঠপর্যায়ের তথ্য যাচাই করা হচ্ছে। তবে উচ্চ আদালতের নির্দেশে এই কমিশনের আমলে দু’টি দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। এর একটি ইনসানিয়াত বিপ্লব।
এর আগে উচ্চ আদালতের নির্দেশে গত ফেব্রুয়ারি মাসে তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেয় ইসি। নির্বাচন কমিশনে আবেদন করে নিবন্ধন না পেয়ে এই দলগুলো উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল।
আরও পড়ুন: নিবন্ধন অবৈধের রায়ের বিরুদ্ধে আপিলের সারসংক্ষেপ প্রস্তুতির ২ মাস সময় পেল জামায়াত