বেলা সাড়ে ১১টায় উপাচার্য কার্যালয় সংলগ্ন পুরাতন সিনেট কক্ষে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদের’ ব্যানারে এ সভা অনুষ্ঠিত হবে।
এদিকে ‘ক্যাম্পাসে সহাবস্থান’ না থাকায় সভায় অংশ নিতে যাওয়া ছাত্রদল নেতাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।
শনিবার উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সাথে দেখা করে এ উদ্বেগের কথা জানান সাদা দলের নেতৃবৃন্দ।
ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. লুৎফর রহমান ও অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।
অধ্যাপক ওবায়দুল ইসলাম ইউএনবিকে বলেন, ‘আগামীকাল বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদের সভা আহ্বান করা হয়েছে। যেখানে সব সক্রিয় ছাত্র সংগঠনকে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু ইতিমধ্যে গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি সভায় ছাত্রদলের কেউ অংশ নিলে ছাত্রলীগ আক্রমণ বা হামলা করতে পারে।’
‘এমন অবস্থায় আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে উদ্বিগ্ন। যে কারণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে উদ্বেগের বিষয়টি অবহিত করেছি। উপাচার্য সবার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে মৌখিক আশ্বাস দিয়েছেন,’ যোগ করেন তিনি।
প্রসঙ্গত, ডাকসু নির্বাচন করতে ঢাবি প্রশাসনকে ছয় মাসের মধ্যে পদক্ষেপ নিতে চলতি বছরের ১৭ জানুয়ারি আদেশ দিয়েছিল উচ্চ আদালত। কিন্তু নির্দিষ্ট সময়ে নির্বাচনের পদক্ষেপ না নেয়ায় আদালত অবমাননার মামলা হওয়ার পর ক্যাম্পাসে ‘সক্রিয়’ ছাত্রসংগঠনগুলোকে চিঠি দিয়ে আলোচনায় ডাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন।